শোকসভা: বেণীমাধব লায়েক

 শোকসভা: বেণীমাধব লায়েক

 

ছাত্র চেতনা সংগঠনের রানিশ্বর ইউনিট এর পক্ষ থেকে শনিবার (19.09.2020) বাঁশকুলী তে সমাজকর্মী বেণীমাধব লায়েকের প্রয়াণে শোকসভা আয়োজিত করা হল। সংগঠনের জেলা কার্যনির্বাহী সমিতির সদস্য মলয় মণ্ডলের নেতৃত্বে আয়োজিত শোকসভায় বাসুদেব গড়াই, নিতাই গড়াই, তাপস পাল, জয়ন্ত সাহা, অঞ্জন সাহা শিবদাস মণ্ডল বেণীমাধব বাবুর চিত্রে মাল্যদান করে ওঁনার বিশাল কর্মকান্ড কে তুলে ধরেন। মলয় বাবু বলেছেন, প্রথম পঞ্চম বর্ষীয় পরিকল্পনার অধীনে পঞ্চাশের দশকে অবিভক্ত বিহারে সাঁতাল পরগনা জেলার রানিশ্বর সহ পাঁচ টি. আই. সি. ডি. এস. ব্লক প্রতিষ্ঠা হয়। সেই সময় কোলকাতা থেকে সবে বি.এড করে বেণীমাধব বাবু গ্রামে ফেরে এসে এখানকার উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত হন। পরে শিক্ষা বিভাগে চাকুরী তে যোগ দান করেন। সরকারি চাকুরী থেকে অবসর নেওয়ার পর দীর্ঘ তিরিশ বছর এলাকার উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। শিক্ষকতার সঙ্গে গ্রামে হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসা করতেন। অবসর নেওয়ার পর জেলার প্রসিদ্ধ রানিশ্বর নাথ শিব মন্দিরের সংস্কার ও মন্দির চত্বরে প্রাচীর নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খন্ডের রানিশ্বর ব্লক সমিতির একনিষ্ঠ ভাষা সৈনিক ছিলেন মাধব বাবু। চেতনা সমিতি তার মৃত্যুকে সমাজের অপূরণীয় ক্ষতি বলেছে। সাংবাদিক স্বপন মণ্ডল বলেছেন উনি বহুমুখী প্রতিভাসম্পন্ন ব্যক্তি ছিলেন। এলাকার বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকতেন।

প্রতিবেদক - গৌতম চট্টোপাধ্যায়, দুমকা ।


 

No comments:

Post a Comment

বর্ণপরিচয়