শিক্ষক দিবসের প্রাক্কালে একটি বিনম্র আবেদন

 শিক্ষক দিবসের প্রাক্কালে একটি বিনম্র আবেদন

আমরা জানি ৫ ই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয় সারা দেশে প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণ মহাশয়ের জন্মদিন হিসেবে।তাতে খুব একটা আপত্তি না জানিয়ে বলি আমাদের অক্ষর পিতা বিদ্যাসাগর, দয়ার সাগর ও বিশেষণে ভূষিত পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্ম দিন ১২ ই আশ্বিন বিশেষ আমাদের রাজ্যে শিক্ষক দিবস হিসেবে পালন করতে পারি অনায়াসে।


গতবছর পন্ডিত মহাশয়ের দ্বিশত জন্ম দিনে অর্থাৎ ১২ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ দক্ষিণ কলকাতা স্থিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের বাসভবনে একটি অনুষ্ঠানে একটি সাংস্কৃতিক সংস্থার অনুষ্ঠানে সিদ্ধান্ত হয় যে আগামী বছর মানে এবছর থেকে তারা অনেকের মতো ১২ ই আশ্বিন দিনটি বিশেষ করে এই বঙে "শিক্ষক দিবস" হিসেবে পালিত হবে।

বাংলার নবজাগরণের অন্যতম পথৃকিৎ, শিক্ষাবিদ গবেষক, অন্ধ কুসংস্কার এর বিরুদ্ধে লড়া মানুষটি আজও সেই অর্থে যোগ্য সন্মান পায় নি, বিশেষ করে আমরা ভারতীয় তথা বাঙ্গালীরা দিতে পারিনি তা। কতো বিশিষ্ট জনদের জন্ম বা মৃত্যু দিন বিশেষ দিন হিসেবে পালিত হয় কিন্তু আমাদের মহা দুর্ভাগ্য যে এই আত্ম মর্যাদা সম্পন্ন পুরুষ,জেদী, ইংরেজদের সঙ্গে আপসহীন সংগ্রামী মানুষটি তাঁর দিশত জন্মবর্ষেও সেই অর্থে আজো যোগ্য সন্মান পায়নি।

অনেকের মতো আমিও ১২ ই আশ্বিন শিক্ষকদিবস পালন করব স্বতঃস্ফূর্তভাবে।

আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখার তরফে আমাদের দাবী ১২ আশ্বিন তারিখটি এখন থেকে "শিক্ষকদিবস "হিসেবে পালিত হোক পশ্চিমবঙ্গে অবশ্যই। এই কৃতি মানুষটির জন্য অবহেলা অপমান ছাড়া কিছুই জোটেনি জীবিত থাকতে এমনকি মরে গিয়েও, দেরীতে হলেও পাপের প্রায়শ্চিত্ত একটু করে এইভাবে করার চেষ্টা করি।

এটি সংবাদ হিসেবে প্রচারিত হলে বাধিত হবো। ঝাড়খন্ডের চক্রধরপুর বাংলা সাহিত্য-সংস্কৃতি সঙসথা গতবছর তাঁর জন্মদিনে এমন ই সিদ্ধান্ত নিয়েছে যার সাথ আমরা একশ শতাংশ সহমত। আরও আরও মানুষের সহযোগিতায় দরকার।

ধন্যবাদ সহ সজল কুমার গুহ সম্পাদক আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখা।

No comments:

Post a Comment

বর্ণপরিচয়