পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশত জন্মবর্ষ উপলক্ষ্যে ২৬ সেপ্টেম্বর ২০২০ আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখার তরফে একটি রঙ্গীন ক্রোড়পত্র প্রকাশিত হতে যাচ্ছে করোনার এই ভয়াবহ পরিস্থিতিতেও। সদস্যসদস্যা ও শুভানুধ্যায়ীদের থেকে দশ/ বার লাইনের কবিতা আহ্বান করা হচ্ছে আগামী ১০/৯/২০২০ মধ্যে এই নং এ (৯৬৭৯২১৩০১৫ বা sjlguha@gmail.com) পাঠাবেন দয়া করে, আশাকরি সহযোগিতা পাব।
কবিতার মধ্যেই ফুটে উঠুক তাঁর নানা কর্মকাণ্ড পরিচালনা
খুব ভালো উদ্যোগ. আমি এই উদ্যোগকে সর্বান্তঃকরণে সমর্থন করি ۔
ReplyDelete