কোভিড - ১৯: আবেদন: বেঙ্গল অ্যাসোসিয়েশন, দিল্লী

 সুধী,

সারা বিশ্ব এখন অতিমারীর প্রকোপে জর্জরিত। প্রতি মুহুর্তে ভয়াবহ দুঃসংবাদের সম্মুখীন হতে হচ্ছে আমাদের। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমগ্র বিশ্ব তৎপর হয়ে উঠেছে। 

বেঙ্গল অ্যাসোসিয়েশন, দিল্লীর কার্যকরী সমিতির সমগ্র সদস্যরাও এই পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিকল্পনায় ব্রতী হয়েছেন।



যদিও আমাদের ক্ষমতা খুবই সীমিত,তবে উদ্যম অসীম। তাই,এই উদ্যোগকে সফল করার জন্য, বেঙ্গল অ্যাসোসিয়েশন, দিল্লীর  সাধারণ সম্পাদক, শ্রী তপন সেনগুপ্ত মহাশয়ের তত্ত্বাবধানে একটি স্বেচ্ছাসেবক দলের গঠন করা হয়েছে। যদিও আমরা শারীরিক রূপে আপনাদের পাশে দাঁড়াতে অক্ষম ( বর্তমান করোনা পরিস্থিতির জন্য) তবুও আমরা সর্বতোভাবে আপনাদের সহযোগীতায় প্রস্তত। আপনাদের সাহায্যার্থে, আমরা একটি "কোভিড সহায়তা কক্ষ" আরম্ভ করেছি। এই কক্ষের স্বেচ্ছাসেবকরা উপরোক্ত  digital mode এর মাধ্যমে আপনাদের বর্তমান পরিস্থিতি - যেমন   availability of oxygen, Doctors, tiffin and food, ambulance   ইত্যাদি বিষয়ে   আপনাদের অবগত করাবেন। আপনাদের কাছে যদি এই ব্যাপারে কোন তথ্য থাকে, আপনারাও সেই তথ্য, উপরোক্ত link(Google form) এর মাধ্যমে আমাদের পাঠাতে পারেন।

আপনাদের সবার কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা সবাই সক্রিয় ভাবে এই উদ্যোগে ,বিভিন্ন সূত্র থেকে নেয়া তথ্য verify করে, আমাদের  উপরোক্ত Google form এর মাধ্যমে  post করুন ও সেই সম্মিলিত তথ্য , আমাদের website, Facebook, social platforms এর link সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করুন।

আমাদের সীমিত ক্ষমতা, আপনাদের সম্মিলিত শক্তি ও সকলের একনিষ্ঠ প্রচেষ্টা, এই বর্তমান ভয়াবহ পরিস্থিতিকে নিশ্চয়ই পরাজিত করবে।

ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।


সুপর্না মুখার্জি 

ভারপ্রাপ্ত সম্পাদক 

সমাজ সেবা বিভাগ। 

বেঙ্গল অ্যাসোসিয়েশন, দিল্লী

No comments:

Post a Comment

বর্ণপরিচয়