প্রফুল্ল
চন্দ্র দাস
গভীর দুঃখের সঙ্গে জানাই আমাদের ফরবেশগঞ্জ বিহার
বাঙ্গালী সমিতির প্রাক্তন সভাপতি শ্রী প্রফুল্ল চন্দ্র দাস গতকাল দিল্লির বাসভবনে
পরলোকগমন করেন। তিনি দীর্ঘ পাঁচ বৎসর সুচারুভাবে অধ্য ক্ষের পদ শোভিত করেন। তিনি
বিহার সরকারের PEO post থেকে অবসরের পর আমাদের সমিতির সভাপতি ও ফরবেশগঞ্জ শহরের RSS র সঞ্চালক পদে অধিষ্ঠিত হন।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে
আমরা গভীর ভাবে শোকাহত। আমরা তাঁর শাশ্বত আত্মার শান্তি কামনা করি শোকসন্তপ্ত
পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা।
প্রতিবেদক
- প্রণব কুমার দাস
No comments:
Post a Comment