প্রয়াত সমাজকর্মী বেণীমাধব লায়েক

 প্রয়াত সমাজকর্মী বেণীমাধব লায়েক



সমাজ কর্মী বেণীমাধব লায়েক আমাদের ছেড়ে চিরতরের জন্য ঘুমের দেশে চলে গেলেন। শুক্রবার রাত্রে তার নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।মৃত্যকালে বয়েস হয়েছিল ৯২ বছর। বিহার সরকারের শিক্ষা বিভাগে আধিকারিক পদে কর্ম জীবন শুরু করেন, ভাগলপুর জেলায়। সেখানকার পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পারার জন্য চাকুরী ত্যাগ করেন। পরে দুমকা জেলার সাদিপুর এর মিডিল স্কুলে প্রধান অধ্যাপক পদে যোগদেন। দীর্ঘ দিন সাদিপুর ও রানিবহাল এর মিডিল স্কুলে শিক্ষকতা করেন। চাকুরী থেকে অবসর নেওয়ার পর দীর্ঘদিন সামাজিক কাজের মধ্যে দিয়ে সমাজে ছাপ ছেড়ে গেছেন। রানিশ্বরে স্থানীয় বুদ্ধিজীবী দের সঙ্গে গড়ে তোলেন জয়ন্তী গ্রন্থাগার। ময়ূরাক্ষী গ্রামীণ ডিগ্রি কলেজের সচিব পদে দীর্ঘদিন থেকে এখন কার উচ্চ শিক্ষার উন্নয়নে সঙ্গে যুক্ত ছিলেন। ঝাড়খন্ড রাজ্য গঠনের পর বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খন্ডের রানিশ্বর ব্লক কমিটির সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘদিন কাজ করেন। বহুমুখী প্রতিভার বেণীমাধব বাবু এখানে উপজাতি ছেলে মেয়ে দের শিক্ষার জন্য সঞ্চালিত ভারত সেবাশ্রম এর আবাসিক বিদ্যালয়ে সচিব নিত্যব্রতানন্দ মহারাজ কে আর্থিক সাহায্য করেন।।                               

প্রতিবেদক - গৌতম চট্টোপাধ্যায়, দুমকা ।

No comments:

Post a Comment

বর্ণপরিচয়