পূর্ব রাষ্ট্রপতি ভারত রত্ন প্রণব মুখোপাধ্যায়

 পূর্ব রাষ্ট্রপতি ভারত রত্ন প্রণব মুখোপাধ্যায়


২৯ এপ্রিল ২০১৩ দুমকার রাজভবনে বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতির পক্ষ থেকে দেখা করে দাবী পত্র দিয়েছিলাম।

পূর্ব রাষ্ট্রপতি ভারত রত্ন প্রণব মুখোপাধ্যায় সোমবার দিল্লির সৈনিক হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতীয় রাজনীতির চাণক্য অধ্যাপক প্রণব বাবুর সাঁতাল পরগনা বিভাগের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল। ২৯ এপ্রিল ১৩ সিধু কানু মুর্মু বিশ্ব বিদ্যালয় এর সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন। ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করার পূর্বে দুমকার রাজ ভবনে বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি ঝাড়খন্ডের স্টেট সেক্রেটারি রূপে দেখা করে রাজ্যের সংখ্যা গরিষ্ঠ জনগনের ভাষা সংস্কৃতির উন্নয়ন, রাজধানী রাঁচিতে রবীন্দ্র ভবন নির্মাণ, বাংলা একাডেমি কে সরকারি স্বীকৃতি, সমাজ সংস্কারক পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের কর্ম ভূমি কারমাটাড় এর নন্দন কাননকে জাতীয় স্মৃতিসৌধে উন্নিত করার সঙ্গে দুমকাতে হাই কোর্টের বেঞ্চ ও সিধু কানু মুর্মু বিশ্ব বিদ্যালয় এর বাংলা বিভাগের উন্নয়ন বিষয়ে দাবি পত্র দেওয়া হয়। রাষ্ট্রপতি ভবন থেকে আমাকে দেখা করার অনুমতি দিয়ে পাঁচ মিনিট সময় দেওয়া হয়। ওনার সঙ্গে আলোচনার সময় কখন আট মিনিটের বেশী সময় পেরিয়ে যায় বুঝতে পারিনি। ওনার সঙ্গে কথা বলার সময় মনে হয় বাড়ির অভিভাবক এর সঙ্গে কথা বলছি। জাতির গৌরব প্রণব বাবুর প্রয়াণ সমাজের অপূরণীয় ক্ষতি।

প্রতিবেদক – গৌতম চট্টোপাধ্যায়, দুমকা

No comments:

Post a Comment

বর্ণপরিচয়