সাধারণ সভা: ঝাড়খন্ড বাঙালি সমিতি, দেওঘর শাখা

 সাধারণ সভা: ঝাড়খন্ড বাঙালি সমিতি, দেওঘর শাখা


গত ২০.০৯.২০২০ সন্ধ্যা ৬.৩০ টায় রাজনারায়ণ বসু বাংলা পাঠাগারে ঝাড়খন্ড বাঙালি সমিতি, দেওঘর শাখার এক সাধারণ সভার আয়োজন করা হয়, দেওঘরের বাঙালি সমাজের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এই সভায় যোগদান করার অনুরোধ জানানো হয়েছিল।






সভায় বাপি গাঙ্গুলির দোকান খোলা নিয়ে একটা সিদ্ধান্তে সবাই মনস্থির করা হয় যে wait & watch এর পলিসিতে সবাই মনস্থির করবে এবং ডাক্তার গান্ধী যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, তাছাড়া দূর্গাবাড়িতে অসামাজিক কার্যকলাপ, দীনবন্ধু স্কুলের affiliation কিভাবে রক্ষা করা যায় সেসব বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। প্রাক্তন সভাপতি কমল চন্দ্র সরকার মহাশয়ের প্রয়াণের জন্য সভাপতির পদ রিক্ত হয়। সভায় শ্রী কমল মিত্র মহাশয়কে ঝাড়খন্ড বাঙালি সমিতি, দেওঘর শাখার অধ্যক্ষ রূপে মনোনীত করা হয়।

 

প্রতিবেদন - বিকাশ মিত্র (সচিব), ঝাড়খন্ড বাঙালি সমিতি, দেওঘর শাখা

No comments:

Post a Comment

বর্ণপরিচয়