অল ইন্ডিয়া বেঙ্গেলি এসোশিয়েশন (আইবা)
সুধী,
আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে আইবা সারা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলা ভাষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষকদের এক ছত্রছায়ায় আনার কাজে ব্রতী।
আপনারা জানেন যে - যে কোন সংস্থা চালাতে গেলে অর্থের প্রয়োজন অবসম্ভাবী।
সেইকথা মাথায় রেখে আইবা'র সমস্ত সদস্যদের সম্মতিক্রমে এই সংস্থার বার্ষিক সদস্য চাঁদা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে অনেক সদস্য এখনো তাদের বার্ষিক চাঁদা দিয়ে উঠতে পারেননি। কিন্তু টাকা ছাড়া কোনো সংস্থার কাজ চলতে পারে না।
এ ব্যাপারে আইবা'র কোষাধ্যক্ষ শ্রী প্রদীপ গাঙ্গুলী চাঁদা পাঠানোর সমস্ত রকম পদ্ধতি আপনাদের জানিয়ে ছিলেন।
এমতাবস্থায় আপনারা যদি মনে করেন যে আইবার সঙ্গে যুক্ত থাকবেন তাহলে দয়া করে একমাসের মধ্যে আপনাদের সাবস্ক্রিপশন পাঠিয়ে দিলে ভালো হয়।
আর যদি মনে করেন যে আইবার সঙ্গে যুক্ত থাকার প্রয়োজন নেই তাহলে আমাদের জানালে
একমাসের মধ্যে সেই রকম ব্যবস্থা গ্ৰহণ করা হবে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদান্তে
তপন সেনগুপ্ত
জাতীয় অধ্যক্ষ
মলয় রায়
সম্পাদক
শ্রী প্রদীপ গাঙ্গুলি - বিশেষ অনুরোধ, যে সব সংস্থার চাঁদা বাকি আছে, তাদের আরেক বার জানিয়ে দিলে ভালো হয়।
সুর্নিমল দা, এ বিষয়ে আপনার সাহায্য দরকার।
Bank Details:-
ALL INDIA BENGALE ASSOCIATION,
BANK NAME - UNITED BANK OF INDIA. A/C NO - 0276012509806
IFSC CODE - UTBI0CON702. CANNAUGHT CIRCUS BRANCH. NEW DELHI.
No comments:
Post a Comment