সারায়কেলার এস.ডি.ও. বসারত কইয়ুম 05.09.20 (শনিবার) শহীদ ক্ষুদিরাম বোসের আবক্ষ মূর্তির পুন প্রতিষ্ঠার বিষয় নিয়ে স্মারক সমিতির সভাপতি মনোজ ভার্মা, সেক্রেটারি আশুদেব মাহাতো ও সমিতির অফিস সেক্রেটারি অনন্ত কুমার মাহাতোর সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। এর পূর্বে সারায়কেলা-খারশোয়ার ডেপুটি কমিশনার ইকবাল আনসারি শহীদ ক্ষুদিরাম বোস স্মারক সমিতির প্রতিনিধিদের সঙ্গে চন্ডিলের কান্ডরা মোড়ের ক্ষুদিরাম বোস চকের আবক্ষ মূর্তি উপড়ে নেওয়ার অভিযোগের বিষয়ের আলোচনা করেন।
শহীদ ক্ষুদিরাম বোসের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠার বিষয় নিয়ে সারায়কেলার এস.ডি.ও. স্মারক সমিতির সভাপতি ও সেক্রেটারির সঙ্গে আলোচনা।
Subscribe to:
Post Comments (Atom)
-
(১) আজ আমার রিক দাদাভাইয়ের বিয়ে। সারাবাড়িটা যেন আলোর রোশনাইয়ে সেজে উঠেছে। সবাই আজ কত খুশি! নতুন বৌমণি ঘরে আসবে বলে কথা। আমার দাদাভাইটাকেও...
-
অবুঝ মন *** কলমে ---- শঙ্খ শুভ্র চক্রবর্তী শান্ত আমার হূদয় আজি ,ক্লান্তী আমার চোখে , আঁধার এসে কখন যেন ভীড় করেছে মনে | কালো রাতের সিঁড়ি ব...

No comments:
Post a Comment