শহীদ ক্ষুদিরাম বোসের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠার বিষয় নিয়ে সারায়কেলার এস.ডি.ও. স্মারক সমিতির সভাপতি ও সেক্রেটারির সঙ্গে আলোচনা।

 সারায়কেলার এস.ডি.. বসারত কইয়ুম 05.09.20 (শনিবার) শহীদ ক্ষুদিরাম বোসের আবক্ষ মূর্তির পুন প্রতিষ্ঠার বিষয় নিয়ে স্মারক সমিতির সভাপতি মনোজ ভার্মা, সেক্রেটারি আশুদেব মাহাতো ও সমিতির অফিস সেক্রেটারি অনন্ত কুমার মাহাতোর সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। এর পূর্বে সারায়কেলা-খারশোয়ার ডেপুটি কমিশনার ইকবাল আনসারি শহীদ ক্ষুদিরাম বোস স্মারক সমিতির প্রতিনিধিদের সঙ্গে চন্ডিলের কান্ডরা মোড়ের ক্ষুদিরাম বোস চকের আবক্ষ মূর্তি উপড়ে নেওয়ার অভিযোগের বিষয়ের আলোচনা করেন।

 


 বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খন্ডের সেক্রেটারি গৌতম চট্টোপাধ্যায় এর অবদানের ভিত্তিতে নগর উন্নয়ন ও আবাস বিভাগের এডিশনাল সেক্রেটারি চন্দন কুমার সারায়কেলা-খারশোয়ার ডেপুটি কমিশনার’কে বিষয়টির আশু নিষ্পত্তি করার অনুরোধ করেন। ডেপুটি কমিশনার এর আদেশে এস ডি ও শনিবার সমিতির সদস্যদের সঙ্গে আলোচনা করেন। বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতির সেক্রেটারি জানিয়েছেন এস.ডি.ও. সোমবার লিখিত বক্তব্য রাখার অনুরোধ করেছেন। সমিতির পক্ষ থেকে স্মারক সমিতির সভাপতি ও সেক্রেটারি কে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। রবিবার আলোচনা করে সোমবার সমিতির সিদ্ধান্ত এস.ডি.ও. কে জানান হবে।

 

 

 

No comments:

Post a Comment

বর্ণপরিচয়