শ্রদ্ধাঞ্জলি: সুনীল গঙ্গোপাধ্যায়
দেবাশীষ
মিশ্র
প্রিয় সুনীল জী
আপনাকে মনে
পড়ে
কারণ আপনি
মনে পড়ার মত কিছু নন
কিন্তু আমার
মনের আকাশ
সেখানে তীব্র
আকাঙ্ক্ষা
বাতাসে শ্বাস
গ্রহণ
সবকিছু আপনার
স্বপ্ন
আঁকা হয়েছিল
তখন আমি সেই
নবীন কিশোর
আমিও অপারগ
সেই সৈনিক
যেতে পারেনি
যুদ্ধে
শুধু ভাবতে
ভাবতে এলোমেলো
হয়ে গেল
নিজস্ব জীবন
সাধ্যহীন চালচুলো
হীন
যা কিছু পায়
শক্ত মুঠোয়
ধরে দেখে এত
ফস্কে যাওয়া
সৈকত বালুকনা
!
সব হারানোর
পরেও সুনীল জী
বন্ধনহীন
জীবন ভাবতে শিখিয়েছিলে
বড্ড ঋণী করে
রেখেছো
আমার প্রিয়
সুনীল জী !
No comments:
Post a Comment