পুজোর বার্তা
--------------!-!------
অজয় কুমার দত্ত, জামালপুর
আকাশ জুড়ে ওই যে সাদা
ভাসছে মেঘের ভেলা,
মাঠে-ঘাটে ঢেউ খেলে যায়
কাশফুল এরই মেলা!
' আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে"
অন্তরার এই গানেতে হৃদয় নেচেছে!
পরছে মনে কত কথা
কত নতুন গান,
শিশির ভেজা সবুজ ঘাসে
জাগছে নতুন প্রাণ!
কিন্তু এবার পুজো অন্যরকম
নেইকো খুশির বন্যা,
কানটি পেতে যাচ্ছে শোনা
সব হারাদের কান্না!
তা ধিন ধিন ঢাকের তালে
নাচবে না আর কেউ,
খুশির পালে লাগল এবার
নীরব ব্যথার ঢেউ!
তবু সবাই ভালো থেকো
রইলো আমার প্রীতি,
জীবনেতে হার মেনো না
থাকুক হাজার ভীতি!
No comments:
Post a Comment