ঝাড়খন্ড বঙ্গভাষী জাগরণ: শারদ অর্ঘের ১৯ তম সংখ্যার উন্মোচন
দুমকা, বাংলা ভাষা ও সংস্কৃতি
রক্ষা সমিতি, ঝাড়খণ্ডের
পক্ষ থেকে মহা সপ্তমীর দিন শুক্রবার ৬ কার্তিক ইং ২৩ অক্টোবর ২০২০ ঝাড়খন্ড বঙ্গ
ভাষী জাগরণের শারদ অর্ঘের ১৯ তম সংখ্যার উন্মোচন করা হবে। ভারত সেবাশ্রম সংঘের
দুমকা শাখার স্বামী প্রণবা নন্দ বিদ্যামন্দির আবাসিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক রূপে
পত্রিকার উম্মোচন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জ্ঞান বিজ্ঞান সমিতির জাতীয়
সংগঠনের সাধারণ সম্পাদক ড. কাশী নাথ চ্যাটার্জি,
বিশিষ্ঠ লেখক অজিত রায়, আশ্রমের স্বামী নিত্যব্রতা
নন্দ মহারাজ ও সমিতির স্টেট সেক্রেটারি গৌতম চট্টোপাধ্যায়। পত্রিকার মুদ্রণ এর কাজ
সম্পূর্ণ হয়েছে। করোনা সংক্রমণের ভয়াবহতার মধ্যে মোহাম্মদ বাজারের মন্ডল প্রেসে
চলছে বাইন্ডিং এর কাজ। পত্রিকার কাভার
পেজে ঝাড়খন্ড বঙ্গ ভাষী জাগরণ পত্রিকার ১৮ তম সংখ্যার উন্মোচন ও আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি ২০২১ এর অনুষ্ঠানে ফটো ছাপা হয়েছে। ২১ ফেব্রুয়ারি র
অনুষ্ঠানে বিহার বাঙালি সমিতির সাধারণ সম্পাদক সুনির্মল দাস, নিখিল ভারত বঙ্গীয় সাহিত্য
পরিষদ এর বিপুল গুপ্ত, পশ্চিম বর্ধমান জেলার আসনসোলের ভাষা সৈনিক ভুদেব মুখোপাধ্যায় ও সাহেবগঞ্জের
কর্মকর্তা হিমাংশু শেখর গুহ’কে সম্মানিত করা হয়। পত্রিকায় ওই ফটো গুলি প্রকাশ করা
হয়েছে।
প্রতিবেদন - গৌতম চট্টোপাধ্যায়, দুমকা
No comments:
Post a Comment