বিদ্যাসাগর: দেবাশীষ মিশ্র, জামতাড়া

 বিদ্যাসাগর

দেবাশীষ মিশ্র, জামতাড়া


এ বছর আমরা স্মৃতিরক্ষা সমিতি কোন আয়োজন করিনি, আমরা স্থানীয়, সমিতির সদস্যরা যাবো, মাল্যদান করব, ৬ জন ছাত্র- ছাত্রীদের পুরস্কার দিয়ে ফিরে আসবো এই কথা ছিল, পরে জামতাড়া জেলার DC সাহেব আসবেন কথা হোল, ঠিক ১০ টার সময়, সবাই উপস্থিত হলেন, যথারীতি অনুষ্ঠান হোল, খুব অল্প সময়ের মধ্যে। মিডিয়ার বন্ধুরা ছিল।

খবরের কাগজে খবর ছাপা হোল, কয়েকদিন পর বিকেলে আমি বিকালবেলায় বাড়ির থেকে একটু দূরে একটি পল্লীতে বেড়াতে গেলাম,  কি অবাক কান্ড!

একটি বটগাছ তলায় কয়েকজন বসে গল্প করছিল, তারা পরিচিত আমাকে দেখে খুশি হয়ে উঠলো, আমি তাদের গল্প গুজবে জমে উঠলাম।

একজন বলে উঠলো, আপনাদের গল্প আমরা করছিলাম। আমি জানতে চাইলাম কোন গল্প ?

ওরা বললে যে আপনারা বিদ্যাসাগরের অনুষ্ঠান করছিলেন, তার কথা, বিদ্যাসাগর একজন খুব বড় মানুষ ছিলেন, গরিবের বন্ধু ছিলেন, কত বড় পন্ডিত মানুষ। তিনি বিধবা বিবাহ আইন পাস করিয়ে কত দুঃখিনির দুঃখ দূর করেছিলেন, শুধু তাই নয়, নিজের একমাত্র ছেলের বিয়ে বিধবার সাথে দিয়েছিলেন, সমাজের কত উপকার করেছেন।

এখনকার লোকের মত নয় যে মুখে যা বলতেন তা করতেন না, উনি নিজের জন্য তাই করেছেন।

আমি ভীষণ অবাক হয়ে গেলাম, যারা বাংলা পড়েন না, যারা ভীষণ সাধারণ মানুষ, মূলত কৃষি  শ্রমিক, বাবু নয়, তারাও এই খবর রাখে !

আমি বাড়ি ফিরে শুধু ভাবতে শুরু করলাম ...

অনেকদিন ধরে আমরা অনুষ্ঠান করে আসছি, মানুষ এর মাঝে বিদ্যাসাগরকে পৌঁছে দিতে, কোন বাবু সমাজের মানুষ তো এই ভাবে চিন্তা করে না।

আমি ভাবতাম আমাদের এই প্রচেষ্টা কতদূর পৌঁছে গেছে, কিন্তু কোনদিন ভাবিনি যে এই সাধারণ মানুষ যারা বাঙালিও নয়, স্থানীয় বাংলা ভাষা ব্যবহার করে, কিন্তু কোনদিন বাংলা ভাষায় লেখাপড়া করেনি, সেই সাধারণ, গাছতলায় বসে বিদ্যাসাগর চর্চা করে, এ যেন পরম প্রাপ্তি !

এই সাধারণ সমাজের মাঝে আরো অনেক কাজ করার ইচ্ছে রাখতে হবে ....

 

No comments:

Post a Comment

বর্ণপরিচয়