রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী: দুমকা

 

রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী

জাতির জনক রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী পালিত হল পপুলার ক্লাবে। ঝাড়খন্ড বাঙালি সমিতির দুমকা শাখা ও পপুলার ক্লাবের যৌথ উদ্যোগে করোনা সংক্রমণ এর ভয়াবহতাকে মাথায় রেখে সামাজিক দূরত্ব পালনের মধ্য দিয়ে জন্ম জয়ন্তী পালিত হল। 



সমিতির দুমকা শাখার উপদেষ্টা ও অবসর প্রাপ্ত ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার স্বপন দের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সভাপতি শুভেন্দু চক্রবর্তী, সম্পাদক প্রদীপ কুমার ব্যানার্জি, উপাধ্যক্ষ মোস্তাক আলী ওরফে খোকনদা, দিলীপ দত্ত, সমীর কুমার দাস, জেলা পরিষদের উপাধ্যক্ষ অসীম মণ্ডল, সিদ্ধার্থ শঙ্কর ব্যানার্জি, পপুলার ক্লাবের উপাধ্যক্ষ প্রবীর কুমার সেনগুপ্ত, শেখর দাসগুপ্ত, ত্রিলোক নাথ গুপ্ত, সুব্রত দাসগুপ্ত, দেবব্রত দে, অমিত দে, সোমনাথ দে, জয়দেব বোস, সিদ্ধার্থ লাহা ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর পূর্বে গান্ধী ময়দানে গান্ধীজির আবক্ষ মূর্তিতে মাল্যাদান করেন সমিতি ও ক্লাবের সদস্যরা।                                           

প্রতিবেদক - গৌতম চট্টোপাধ্যায়, দুমকা

No comments:

Post a Comment

বর্ণপরিচয়