নন্দন কানন

 

নন্দন কানন

দয়ার সাগর করুনার সাগর সমাজ সংস্কারক পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের কর্ম ভূমি নন্দন কাননের রক্ষণাবেক্ষণ করে আসছে বিদ্যাসাগর স্মৃতিরক্ষা সমিতি। নন্দন কানন পরিচালন সমিতির যুগ্ম সম্পাদক চন্দন মুখার্জি  জানিয়েছেন এখানে বেশ কয়েকজন সাঁতাল রমণী নন্দন কানন, ভগবতী ভবন ও অন্য ভবন গুলির পরিষ্কার করার কাজ করে। 



স্মৃতিরক্ষা সমিতি রেল দপ্তরের “বিদ্যাসাগর পার্কের”ও দেখাশোনা করে। ওই মহিলারাই পার্ক টির সাফাই এর কাজ করে। বিদ্যাসাগর জয়ন্তী উপলক্ষে চন্দন বাবু আবক্ষ মূর্তি চত্বরে ওই রমণী দের শাড়ি বিতরণ করেন।

প্রতিবেদন - গৌতম চট্ট‌োপাধ্যায়, দুমকা

No comments:

Post a Comment

বর্ণপরিচয়