ঝাড়খন্ড বঙ্গভাষী জাগরণের ১৯ তম সংখ্যার উন্মোচন: বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খণ্ড

 

ঝাড়খন্ড বঙ্গভাষী জাগরণের ১৯ তম সংখ্যার উন্মোচন



ভারত সেবাশ্রম সংঘের দুমকা শাখার রানিশ্বর এর আবাসিক বিদ্যালয়ে শুক্রবার মহাসপ্তমীর দিন, নিয়ম বিধি মেনে আনুষ্ঠানিক রূপে ঝাড়খন্ড বঙ্গভাষী জাগরণের ১৯ তম সংখ্যার উন্মোচন হল। বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খণ্ডের পক্ষ থেকে করোনা সংক্রমণের ভয়াবহতার বিকট পরিস্থিতির মধ্যে পত্রিকা প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখতে সমিতি সক্ষম হয়েছে। নব কুমার ঘোষ এর আগমনী গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উন্মোচন করেন বিশিষ্ঠ লেখক অজিত রায়, জ্ঞান বিজ্ঞান সমিতির জাতীয় সংগঠনের সাধারণ সম্পাদক ড. কাশীনাথ চ্যাটার্জি, আশ্রমের স্বামী নিত্যব্রতা নন্দ পত্রিকার সম্পাদক তীর্থ পৈতান্ডি  প্রকাশক ও সমিতির স্টেট সেক্রেটারি গৌতম চট্টোপাধ্যায়। উন্মোচন অনুষ্ঠানের পরিচালন করে অনিমেষ মণ্ডল, সমাপ্ত ঘোষণা করে বিমল মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৌশিক অধিকারী, কুন্দন অধিকারী, বিশ্ব রূপ চ্যাটার্জি, খোকন চক্রবর্তী, রুদ্র গড়াই, প্রদীপ ঘোষ, চন্দন চ্যাটার্জি, বাবু বাউরি, কানাই পাল, শ্যাম রায়, তাপস রায়, অসীম সেন ও চন্ডী লায়েক। ৬৮ পাতার পত্রিকায় আটটি কবিতা ও ১৩ টি প্রবন্ধ প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন - গৌতম চট্টোপাধ্যায়

No comments:

Post a Comment

বর্ণপরিচয়