'বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী' উপলক্ষে আলোচনাচক্র

 

'বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী' উপলক্ষে আলোচনাচক্র

গত ৪ অক্টোবর রবিবার, আমাদের সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মন্টু ঘোষ-এর উদ্যোগে উত্তর দুর্গানগর-এর 'স্বপ্নপুরী'-র সুসজ্জিত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় 'বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী' উপলক্ষে আলোচনাচক্র। বিষয় : 'নবযুগের দিশারি বিদ্যাসাগর'। 







বক্তা হিসাবে ছিলেন সৈকত কুণ্ডু, মিলন গাঁয়েন, ড.শতাব্দী দাশ ও শক্তি মণ্ডল। গান, নাচ, কবিতা ছিল এই আলোচনাচক্রের অন্যতম আকর্ষণ।প্রায় ৩০ জন শ্রোতা এই সভায় উপস্থিত ছিলেন। সত্যেন মৈত্র জনশিক্ষা সমিতি-র পক্ষ থেকে এই আলোচনাচক্রের সঞ্চালনা করেন মন্টু ঘোষ।

প্রতিবেদন – শক্তি পদ মন্ডল

No comments:

Post a Comment

বর্ণপরিচয়