বীতংস_ ( হাথরস স্মরণে ): আলো রায়, পূর্ণিয়া।

 

বীতংস_

 

আবরণে আঁধার মেখেছ তুমি/অন্তরালে পূর্ণিমার আলো__

ছুঁয়ে আছ মূল‍্যবোধ, রেখেছ আঁচলখানি, সন্ধ‍্যায় যদি এক দিয়াটুকু জ্বালো / কিম্বা স্নান করে নেবে বলে নদী খুঁজে ডোবালে শরীর__

ডাঙায় বাঘের নখ জলেও কুমীর!!

 

কোথায় যাবে হে মেয়ে   সাঁকো বেয়ে উঠে আসে শুয়োপোকা_

বহু নীচে উদ‍্যত খড়্গ, গণ্ডার পুরুষ_

তৈরী আছে মোমের মিছিল সান্ত্বনা তোমার _ জগতে অনেক কোলাহল,ঢেকে দ‍্যায় কাতর চিৎকার__

 

কাছেই আমরা আছি ফ্লুরোসেন্ট আলোর তলায়/ আরো কিছু শ্রোতাবন্ধু জলচোখে তেলেভাজা খায়!!

 

সাঙ্গ হয় সভা, একা একা ফিরে যায় সব।

কাছেই কোথাও,হয়তো বা শুয়ে আছে বিগত উৎসব!!!

 

( হাথরস স্মরণে )

 

আলো রায়, পূর্ণিয়া।

3 comments:

  1. অনেক দিন পর আলো রায়ের কবিতা পড়লাম। ভালো লাগল।

    ReplyDelete
  2. সুন্দর সত্য ।
    আমরা সভ্য সমাজের মানুষ, একথা আর শুনতে ভাল লাগে না । নারী শিক্তকে আরও সংগঠিত হতে হবে, হাথরসের মত ঘটনা প্রতিরোধের জন্য।

    ReplyDelete
  3. .....নির্ভয়া ....আরও অনেকে।
    ঘটনা বিরল নয়।কতদিন বিধির বিধান বলে মেনে নেবে দেশের বিধান যতক্ষন পঙ্গু ততদিন ?
    অনুরোধ করি সবাইকে লিখুন । জেগে থাকুন জাগিয়ে রাখুন।
    সুন্দর কবিতা। কিছুক্ষণ জাগিয়ে রাখবে।তবে আরো চাই।

    ReplyDelete

বর্ণপরিচয়