ঝাড়খন্ডে স্কুল কলেজে বাংলা ভাষায় লেখাপড়া করার সুযোগের প্রত্যাবর্তনের জন্য বৈঠক: ভারত জ্ঞাল বিজ্ঞান সমিতি

 

গত ৯.১১.২০২০তে পটমদা ইন্টার কলেজ, জ্জালা’তে ভারত জ্ঞাল বিজ্ঞান সমিতির বৈঠক আয়োজিত হয়। এ বিষয়ে কয়েকজনের বক্তব্য সহ দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ -

ঝাড়খন্ডে স্কুল কলেজে বাংলা ভাষায় লেখাপড়া করার সুযোগের প্রত্যাবর্তনের জন্য আমাদের ব্যাপক গণআন্দোলনের নির্মাণ করতে হবে। আন্দোলনের পথ  থেকে পিছু হাটলে চলবে না।

- শরৎ সিংহ সর্দার

বাংলা চেতনা থেকে আজকের  শাসক  শ্রেণী ভয় পায়। তাই তারা বাংলাকে ঝাড়খণ্ড থেকে বিদায় দিতে তৎপর। তাই আমাদের এটা মেনে নেওয়া উচিত না। তাই স্কুল কলেজে বাংলা ভাষায় লেখাপড়া করার সুযোগের প্রত্যাবর্তনের জন্য আমাদের দুই পথই অবলম্বন করতে হবে। একটা হবে বিধি সম্মত পথে কাগজ কলমের মাধ্যমে সরকারকে আবেদন নিবেদন করা আর তার সাথে সাথে এই বিষয় নিয়ে ব্যাপক  জন জাগৃতির জন্য যা যা করণীয় সেগুলো করা। 



প্রতিবেদন এ ড০ মদন সরকার

No comments:

Post a Comment

বর্ণপরিচয়