শোক প্রকাশ
দুমকা, রাজ্যের পূর্ব চিফ সেক্রেটারি সজল চক্রবর্তী চিরতরে জন্য ঘুমের দেশে চলে গেলেন । বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি ঝাড়খণ্ডের স্টেট সেক্রেটারি গৌতম চট্টোপাধ্যায় সজল বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, উনি একজন সফল প্রশাসক ছিলেন । আলাদা রাজ্যের আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সাহায্য করতেন ।পালামৌ, ও চাইবাসার ডেপুটি কমিশনার থাকার সময় ওই জেলার বাঙালি অধিবাসীদের বিভিন্ন সরকারি কাজে সাহায্য করতেন। ডাল্টনগঞ্জের বঙ্গীয় দুর্গাবাড়ির উন্নয়ন করিয়ে ছিলেন । ঝাড়খন্ড বাঙালি সমিতি, দুমকা শাখার সভাপতি স্বপন কুমার দে, প্রদীপ ব্যানার্জি,সিদ্ধার্থ শঙ্কর বন্দোপাধ্যায়, বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি,দুমকা জেলা সমিতির সদস্য নব কুমার ঘোষ, সমীর কুমার সাহা, শ্যাম রায়, খোকন চক্রবর্তী, অনিমেষ মণ্ডল, অনুপম মুখার্জি, বাবু বাউরি, রুদ্র গড়াই,গভীর শোক প্রকাশ করেছেন । প্রকাশ থাকে যে সজল বাবু জামতাড়া জেলার আম্বা গ্রামের অধিবাসী ছিলেন ।
প্রতিবেদক - গৌতম চট্টোপাধ্যায়
🙏🙏🙏
ReplyDelete