আগামীকাল: শ্যামল শীল

 আগামীকাল

                      শ্যামল শীল

 

আঁকা হয়নি আগামীকালের ছবি

দীর্ঘশ্বাস নিয়ে সূর্য ছুঁয়ে আছে নদীর কিনার

এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় মন ঘুরে বেড়ায়

চারিদিকে পতনের শব্দ শুনি

পতনের চর্চা হয় রোদে, আলোয়, অন্ধকারে

ঝড় আসে, বৃষ্টি হয়, নদী যায় মোহানার অভিমুখে

খাদের কিনার ঘেঁষে যারা দাঁড়িয়েছে আধো-অন্ধকারে

তারা চেনে সম্মুখে দাঁড়িয়ে থাকা আজকের দিন

আগামীকালের কথা আগামী পরশুর দিকে পা বাড়িয়ে আছে

             ******* 

No comments:

Post a Comment

বর্ণপরিচয়