লেখক ও ভাষা সৈনিক (অজিত রায়) এর পত্নী (প্রেরণা রায়) শোক

 

লেখক ও ভাষা সৈনিক (অজিত রায়)

এর পত্নী (প্রেরণা রায়) শোক



ঝাড়খণ্ডের বিশিষ্ঠ লেখক ও ভাষা সৈনিক অজিত রায় এর ধর্মপত্নী প্রেরণা রায় চিরতরে চলে গেলেন। গত ২৫ দিন থেকে রাঁচির রিমসে ভর্তি ছিলেন। রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্য কালে বয়েস হয়েছিল ৫৫ বছর। উনি বিগত ছয় মাস থেকে চিকিৎসাধীন ছিলেন।  রিমসে তার চিকিৎসার জন্য ২৫ দিন থেকে হসপিটালে ছিলেন অজিত বাবু ও তার একমাত্র কন্যা স্নেহা রায়। বাংলা ভাষা ও সংস্কৃতির উন্নয়নের একনিষ্ঠ কর্মীর পত্নীর মৃত্যু এই প্রতিবেদক কে খবর দেন জ্ঞান বিজ্ঞান সমিতির জাতীয় সংগঠনের সাধারণ সম্পাদক ড. কাশীনাথ চ্যাটার্জি। কাশী বাবু বলেন রাঁচিতে অজিত বাবুর পরিচিতি নেই। অথচ কোভিড এর এই পরিস্থিতিতে ধানবাদে শেষ কৃত্য সম্পন্ন করা কঠিন, রাঁচিতেই অন্তিম সংস্কার করতে হবে। বিষয়টি সকাল সকাল বাংলা সংবাদ পত্রের সম্পাদক সিদ্ধার্থ ব্যানার্জি ও বাংলা একাডেমির সম্পাদক মৃগেন্দ্র বিশ্বাস'কে জানিয়ে সাহায্য চাওয়া হয়। দুই জনের কাছে সব ধরণের সাহায্য পেয়েছেন অজিত বাবু। অজিত বাবু ও তার স্ত্রী প্রেরণা বিনোবাভাবে বিশ্ব বিদ্যালয় এর পিকে রায় কলেজ ধানবাদ থেকে এক সঙ্গে রাজনীতি শাস্ত্রে এম. এ . করেন। ডঃ চ্যাটার্জি জানিয়েছেন অজিত বাবুর সাহিত্য চর্চার কাজে প্রেরণা যোগাতেন তার ধর্মপত্নী।

প্রতিবেদক - গৌতম চট্টোপাধ্যায়

No comments:

Post a Comment

বর্ণপরিচয়