বাংলা প্রবন্ধ: নানামুখী অনুধ্যান ১ ও বুদ্ধদেব বসুর কাব্যনাটক: সৃষ্টি ও নির্মাণ

 

বাংলা প্রবন্ধ: নানামুখী অনুধ্যান ১ ও

বুদ্ধদেব বসুর কাব্যনাটক: সৃষ্টি ও নির্মাণ



আচার্য সুকুমার সেন মহাবিদ্যালয়, গোতান, বর্ধমান এর অতিথি অধ্যাপক সৌমেন বৈরাগ্য ইংরেজি নববর্ষের প্রথম সপ্তাহের মঙ্গলবার ছাত্র ছাত্রীদের একটি দলকে নিয়ে পর্যটন স্থল মসানজোড় এসে চড়ুই ভাতি করেন। ওই অনুষ্ঠানে উপস্থিত হন বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খণ্ডের স্টেট সেক্রেটারি গৌতম চট্টোপাধ্যায়। সৌমেনবাবু গৌতমবাবুকে তার সম্পাদিত বাংলা প্রবন্ধ: নানামুখী অনুধ্যান ১ ও বুদ্ধদেব বসুর কাব্যনাটক: সৃষ্টি ও নির্মাণ প্রবন্ধের বই দুইটি উপহার দেন। নানামুখী অনুধ্যান ১ গ্রন্থটি বিভিন্ন গবেষক এর মিলিত ফসল, সংগ্রহ করে রাখার মত। বুদ্ধ দেব বসুর কাব্য নাটকটি হল সৌমেন বাবুর গবেষণা পত্র।  তারই জন্ম শত বর্ষে এম ফিলে এই গবেষণা করেছেন।

প্রতিবেদক - গৌতম চট্টোপাধ্যায়

No comments:

Post a Comment

বর্ণপরিচয়