পুস্তক পরিচয়: 'স্মৃতির সরণিতে সংগ্রামী মঞ্জু', সম্পাদনা: সুদেষ্ণা চক্রবর্তী, শরৎশশী

 

'স্মৃতির সরণিতে সংগ্রামী মঞ্জু', সম্পাদনা: সুদেষ্ণা চক্রবর্তী, শরৎশশী



বইটি হাওড়ার অন্যতম ক্ষুদ্র পত্রিকা 'শরৎশশী'র প্রয়াত  সহ-সম্পাদক ও সাহিত্যিক মঞ্জু দাস-এর স্মরণ সংখ্যা। উক্ত পত্রিকার সম্পাদক অরূপ দাস-এর পত্নী মঞ্জু দেবী কীভাবে বাংলাদেশের ছিন্নমূল উদ্বাস্তু জীবন থেকে একজন শিক্ষিকা, সমাজকর্মী এবং সাহিত্যিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলেন সেই সংগ্রামী জীবন-কথা সূচনাতে সুদেষ্ণা চক্রবর্তীর কলমে বর্ণিত হয়েছে। ক্ষুদ্র পত্রপত্রিকা জগতের সম্পাদক এবং ঘনিষ্ঠ নানা জনের স্মৃতিচারণে সমৃদ্ধ লেখাগুলিতে মঞ্জু দেবীর ব্যক্তি ও সাহিত্য প্রতিভা উন্মোচিত হয়েছে। আগাগোড়া ছবিতে সাজান বইটির দ্বিতীয় ভাগে প্রয়াত লেখিকার রচনাপঞ্জি এবং নির্বাচিত বেশ কয়েকটি ছড়া ও ছোট গল্প স্থান পেয়েছে। পাঠক বইটিতে এক নারীর সংবেদনশীল মননের পরিচয় পাবেন।। হাওড়া, ২০২০,মূল্য:১৫০ 

প্রতিবেদন -  অরূপ দাস

No comments:

Post a Comment

বর্ণপরিচয়