"শরৎশশী" পত্রিকার ৩৭ বর্ষ

 

"শরৎশশী" পত্রিকার ৩৭ বর্ষ

বিগত বছরগুলোর মতো এবারেরও কিশোরদের পত্রিকা "শরৎশশী" পত্রিকার ৩৭ বর্ষ, শারদীয়া ১৪২৭ বঙ্গাব্দের সংখ্যাটিও মনোরঞ্জন করার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। গল্প, ছড়া ও কবিতা, প্রবন্ধ, নাটক, কমিকস্ এবং পুরনো লেখার পুনর্মুদ্রণের পাশাপাশি "পুরাতনী"  অংশে সাহিত্যিক 'স্বপনবুড়ো'কে নিয়ে অশোককুমার রায়-এর একটি মনোজ্ঞ নিবন্ধ স্থান পেয়েছে। লেখক তালিকায় রয়েছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, স্বপন বুড়ো, নিতাই মোদক, অমিত মন্ডল, আব্দুল শুকুর খান, সুদর্শন মুখোটি, অশোক কুমার সেনগুপ্ত,নির্মলেন্দু গৌতম প্রমুখ। বর্তমান  অতিমারির পরিস্থিতিতে বই ও পত্র-পত্রিকা প্রকাশনা নানা কারণেই প্রবল প্রতিকূলতার মধ্য দিয়ে চলেছে। এমতাবস্তায় ক্ষুদ্র পত্রপত্রিকাগুলি শুধুমাত্র তাঁদের নিজস্ব উদ্যম এবং এক অনির্বচনীয় তাগিদে তাদের যাত্রা অব্যাহত রাখায় দৃঢ়প্রতিজ্ঞ থেকেছে। বলাবাহুল্য "শরৎশশী"ও তার ব্যতিক্রম নয়। তবু শারদীয়া পত্রিকাটি  নির্দিষ্ট সময় এবছর প্রকাশ করা সম্ভব হলো না সেজন্য সুধী পাঠক-পাঠিকাদের কাছে আগাম মার্জনা চেয়ে নিচ্ছি ।

 


 


উপরোক্ত কারণেই এ বছর পত্রিকাটির সাড়ম্বর উদ্বোধন থেকে আমাদের দূরে থাকতে হয়েছে। আজ ৬ জানুয়ারি ২০২১ তারিখে একান্ত ঘরোয়া পরিবেশে মুষ্টিমেয় গুণগ্রাহীর উপস্থিতিতে পত্রিকাটি প্রকাশিত হল। আগ্রহীরা ডাকযোগে বা সরাসরি দপ্তর থেকে পত্রিকাটি সংগ্রহ করতে পারবেন।

আপনাদের সকলের আন্তরিক সহৃদয়তার পরশমণি থেকে যেন কখনো বঞ্চিত না হই, এটুকু আমাদের প্রার্থনা। সকলে ভালো থাকবেন।

প্রতিবেদন - অরূপ দাস, সম্পাদক, "শরৎশশী" পত্রিকা।।

No comments:

Post a Comment

বর্ণপরিচয়