৭২ তম সাধারাণতন্ত্র দিবস: বাংলা একাডেমি, ঝাড়খণ্ড



রাজধানী রাঁচির লালপুরের বাংলা একাডেমি, ঝাড়খণ্ডের দপ্তর চত্বরে সাড়ম্বরে পালিত হল ৭২ তম সাধারাণতন্ত্র দিবস । একাডেমির সভাপতি ও বিশিষ্ঠ আইনজীবী সিদ্ধার্থ জ্যোতি রায় জাতীয় পতাকা উত্তোলন করেন । উপস্থিত ছিলেন একাডেমির সম্পাদক মৃগেন্দ্র বিশ্বাস, স্বনামধন্য লেখিকা বর্ষা বোস, গোপাল চন্দ্র লালা, বিভাস সরকার, সুব্রত দাস, অশোক মুখার্জি, চন্দন অধিকারি, অর্চনা ব্যানার্জি, আরণ্যক পত্রিকার সম্পাদক সুনিল মোদক ,নিরুপম সেন, দেবাশীষ মণ্ডল ও রাজধানীর বিশিষ্ঠ গুণীজন । লেখিকা   শ্রীমতি বোস সাধারণতন্ত্র ,ভারতীয় সংবিধান ও নেতাজি সুভাষ চন্দ্র বোসের স্বাধীনতা আন্দোলনের বিশাল কর্মকান্ড কে তুলে ধরেন । মৃগেন্দ্র বাবু মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার উপর নিজের বক্তব্যের রেশ টেনে বলেছেন নুতন শিক্ষা নীতিতে মাতৃভাষা তে প্রাথমিক শিক্ষা অনিবার্য করা হয়েছে। রাজ্যে বাংলা শিক্ষার মাধ্যম ।রাজ্যের অঙ্গনারী কেন্দ্রে প্রিনার্সারি স্কুল সঞ্চালিত হয় ।ওই স্কুলে কচি কাঁচা দের মাতৃভাষায় শিক্ষার বিষয়টি নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় উদাসীন । একাডেমি ও রাজ্যের ভাষা সংগঠন গুলিকে এক ছাতার নীচে এনে বিষয়টি নিয়ে রাজ্য সরকারের কাছে প্রিনার্সারি স্কুলে মাতৃভাষাতে শিক্ষা চালু করার দাবি করতে হবে । বিভাস সরকার বলেছেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে জনগণের অধিকার রক্ষার জন্য সাধারণ তন্ত্রের বিশেষ গুরুত্ব আছে ।সত্যমেব জয়তে শব্দের আক্ষরিক অর্থের উপর আলোচনা প্রসঙ্গে বলেছেন দেশে তুষ্টিকরণ এর ঘৃণিত রাজনীতি দল গুলি শুরু করেছে ।দিল্লির লাল কেল্লা তে জাতীয় পতাকার অসম্মানের তীব্র প্রতিবাদ করেছেন ।

প্রতিবেদক - গৌতম চট্টোপাধ্যায়, দুমকা ।

No comments:

Post a Comment

বর্ণপরিচয়