১৮ আগস্ট ২০২০ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, পূর্ব মুখ্যমন্ত্রী রঘুবর দাস, বিজেপির সংসদ নিশিকান্ত দুবে নেতাজি সুভাষ চন্দ্র বোসের তিরোধান দিবস পালন করেন । তারই প্রতিবাদ করে কেন্দ্র সরকারের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খণ্ডের পক্ষ থেকে আবেদন দিয়ে জানতে চেয়ে ছিলাম, কেন্দ্র সরকার কি নেতাজির মৃত্যু দিবস ঘোষণা করেছে । তারই উত্তর পাঠিয়েছেন কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি অজয় কুমার চক্রবর্তী মহাশয় । ওই পত্রে লিখেছেন ন্যাশনাল আর্কাইভ এ মুখার্জি কমিশনের রিপোর্ট সহ সব তথ্য দেওয়া আছে । মুখার্জি কমিশনের রিপোর্টে লেখা হয়েছে তাইহুকু বিমান বন্দরে নেতাজির বিমান দুর্ঘটনা হয়নি ।
Subscribe to:
Post Comments (Atom)
-
সত্ত্বা ======== কলমে -- শঙ্খ শুভ্র চক্রবর্তী আমিও তাদেরই একজন আমার এ হৃদয় জুড়ে, তরঙ্গে তরঙ্গ ছোটে, মেঘেতে লুকাইলো চাঁদ l আমারো হৃদয় ...
-
বিদ্যাসাগর ও আজকের পরিবেশ ভাবনা ড . কালীপদ প্রধান ছোট্ট একটি ঘটনা দিয়ে এ আলোচনা আরম্ভ করা যাক । এক সময় ব...
-
(১) আজ আমার রিক দাদাভাইয়ের বিয়ে। সারাবাড়িটা যেন আলোর রোশনাইয়ে সেজে উঠেছে। সবাই আজ কত খুশি! নতুন বৌমণি ঘরে আসবে বলে কথা। আমার দাদাভাইটাকেও...
No comments:
Post a Comment