দুমকা, রানিগ্রাম এর স্টেডিয়ামে পালিত হল বসন্ত উৎসব ।








বীরভূম লাগোয়া রানিশ্বর ব্লকে অধিকাংশ পরিবারের ছেলে মেয়েরা বাড়িতে সংগীত চর্চা করে । এখানে রানিগ্রাম এর স্টেডিয়ামে সপ্তাহে দুই দিন শনিবার ও রবিবার নৃত্যের ক্লাস হয় । বীরভূম জেলার সিউড়ির বিশিষ্ঠ নৃত্যাঙ্গনা ও শিক্ষিকা কুহেলি ঘোষ স্থানীয় বিভিন্ন স্কুলের ছাত্রী দের নৃত্যের প্রশিক্ষণ দেন । বৃহস্পতিবার রানিগ্রাম এর স্টেডিয়াম চত্বরে আয়োজিত বসন্ত উৎসবের অনুষ্ঠানে কুহেলির ছাত্রীর দল রবীন্দ্র নৃত্য পরিবেশন করে । স্টেডিয়ামে দর্শক দের ঢল নামে । কুহেলি এখানে ১৫ জন ছাত্রী কে নৃত্যের ট্রেনিং দেন । পূর্বে রানিগ্রাম মিডিল স্কুলে ডান্স এর ক্লাস শুরু কারণ ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপিকা ভারতী চট্টোপাধ্যায় । ভারতী সেই সময় ক্লাস চালানোর জন্য নিজের পকেট থেকে নৃত্যের শিক্ষিকা কে আর্থিক সাহায্য করতেন । স্কুলের শতাব্দী সমারোহে  ২০০৮ এর অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে অংশ নেন তৎকালীন ডেপুটি কমিশনার প্রশান্ত কুমার । এখন কার ছাত্র ছাত্রী দের সাংস্কৃতিক অনুষ্ঠান এর ভূয়সী প্রসংশা করে বলেছিলেন দুমকা রাজ্যের উপরাজধানী, রানিশ্বর কে সাংস্কৃতিক উপরাজধানী বলা ভূল হবেনা । রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত ভারতী ৩১জানুয়ারি ২০২০ অবসর নেওয়ার পর ওই স্কুলের প্রধান অধ্যাপক স্কুলে সংগীত ও নৃত্যের ক্লাস বন্ধ করে দেয় । স্থানীয় বুদ্ধিজীবী ও অভিভাবকদের প্রচেষ্টায় স্টেডিয়ামে শুরু হয় ডান্স এর ক্লাস ।



কুহেলি ঘোষ


রাশি সিংহ

ইংরেজি মিডিয়াম স্কুলের ছাত্রী রাশি সিংহ বসন্ত উৎসবের অনুষ্ঠানে রবীন্দ্র নৃত্য পরিবেশন করে মায়ের রান্না ঘরের পাঠশালা কে বিশ্ব বিদ্যালয় প্রমাণিত করেছে ।রানিশ্বর ব্লকের ভিএলডব্লু দেবেশ সিংহের কন্যা রাশি বীরভূম জেলার সিউড়ির ইংরেজি মিডিয়াম স্কুলের ছাত্রী ।প্রতিদিন এখন থেকে স্কুল বসে যাওয়া আসা করে লেখাপড়া করে ।বৃহস্পতিবার রানিগ্রামের স্টেডিয়ামে আয়োজিত বসন্ত উৎসবের অনুষ্ঠানে রবীন্দ্র নৃত্য পরিবেশন করে দর্শক দের আকৃষ্ট করেছে । বাবা দেবেশ অঙ্গিকা ভাষী ,মা জয়শ্রী সিংহ বাঙালি ।দেবেশ বলেছেন রাশির সংগীতনৃত্য শিক্ষার পেছনে তার মায়ের বিরাট ভূমিকা আছে ।ইংরেজি মাধ্যমে শিক্ষার সঙ্গে বাংলা ভাষা সংস্কৃতির চর্চা করে । ডান্স এর শিক্ষিকা কুহেলি ঘোষ বলেছেন রাশি নৃত্যের ক্ষেত্রে রাজ্যের মুখ উজ্জ্বল করবে ।

প্রতিবেদন - গৌতম চট্টোপাধ্যায়


3 comments:

  1. খুদে আর্টিস্টদের অনবদ‍্য প্রস্তুতি।এগিয়ে যাও।

    ReplyDelete

বর্ণপরিচয়