চতুর্দশ বাংলা সিনে উৎসব: বেঙ্গল অ্যাসোসিয়েশন, দিল্লী

 গত ১৯, ২০, ২১শে মার্চ তিনদিনব্যাপী দিল্লির মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এই উৎসব। সরকারের নিয়মবিধি যথাবিহিত মেনে হল স্যানিটাইজ করার সুব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ১৯শে মার্চ সকাল ১১টা থেকে শুরু হয় চতুর্দশ বাংলা সিনে উৎসব।  সকাল ১২ টা থেকে রাত ৯.৩০ মি পর্যন্ত। 





এবারের বিষয় ‘শতবর্ষে সত্যজিৎ স্মরণে সৌমিত্র’। সাতটি পূর্ণ দৈর্ঘের সিনেমা, দুটি তথ্যচিত্র,  এক ঝাঁক তরুণ প্রজন্মের তৈরী ৯টি স্বল্পদৈর্ঘের  চলচ্চিত্র, এবং  যশস্বী পরিচালকদের আলাপ আলোচনা। এই চতুর্দশ বাংলা সিনে উৎসবের অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন শ্রদ্ধেয় স্বনামধন্য নাট্যকার ও অভিনেতা শ্রী ব্রাত্য বসু, বাঙালির অত্যন্ত প্রিয় অভিনেতা শ্রী আবির চট্টোপাধ্যায়। অভিনেত্রী নুসরত জাহান, এছাড়াও  আরও অনেক প্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের সমাগম ছিল। সঞ্চালনের দায়িত্বে ছিলেন বিশিষ্ট সঞ্চালিকা শ্রীমতী মধুমন্তী মৈত্র।



সাতটি পূর্ণ দৈর্ঘের সিনেমাঃ 

১. ছবিয়াল – শাশ্বত চ্যাটার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি 

২. ডিকশনারি – আবির চ্যাটার্জি, নুসরত জাহান 

৩. সুইজারল্যান্ড – আবির চ্যাটার্জি, রুক্মিণী মৈত্র 

৪. সহবাসে – অনুভব কাঞ্জিলাল, ঈশা সাহা 

৫. শ্লীলতাহানির পরে – সৌমিত্র চ্যাটার্জি, শ্রীলা মজুমদার

৬. বহমান – সৌমিত্র চ্যাটার্জি, ব্রাত্য বসু, অর্পিতা চ্যাটার্জি 

৭. বরুণবাবুর বন্ধু – সৌমিত্র চ্যাটার্জি, মাধবী মুখার্জি, অর্পিতা চ্যাটার্জি 

স্বল্পদৈর্ঘের চলচ্চিত্র 

১. আলুমনি মিট – নির্দেশনা রণদীপ মুখার্জী  

২. লাঠি - নির্দেশনা  গৌরব গাঙ্গুলি 

৩. ডুব সাঁতার - নির্দেশনা  মনসিজ বন্দ্যোপাধ্যায় 

৪. সতীন ঘর – নির্দেশনা রাজা চ্যাটার্জি 

৫. দি এন্ড - নির্দেশনা  মানস নন্দ এবং রাহুল মুখার্জী   

৬. মুঝে ভি উড়নে দো নির্দেশনা  আদিত্য কুমার      

৭. এভরি ৬৮ মিনিটস - নির্দেশনা অনিন্দিতা সর্বাধিকারী

বেঙ্গল অ্যাসোসিয়েশনের নিজস্ব পরিবেশনায় দুটি তথ্যচিত্র 

স্মরণে সৌমিত্র,

এবং শতবর্ষে সত্যজিৎ।

এই চতুর্দশ সিনে  উৎসবে প্রদর্শিত বেশ কয়েকটি চলচ্চিত্র এখনো মুক্তি পায়নি। সেই সঙ্গে ছিল আলোচনা এবং তারকাদের মুখোমুখি  অনুষ্ঠান।

বর্তমান সরকারী সমস্ত নিয়ম-কানুন মেনে আপনাদের জন্য চতুর্দশ বাংলা সিনে উৎসবের জন্য মুক্তধারা সেজে উঠেছিল।

হলে প্রবেশের সময় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল।

প্রতিবেদন - তপন সেনগুপ্ত

No comments:

Post a Comment

বর্ণপরিচয়