একটি আবেদন: কাটিহার শাখা

 একটি আবেদন


স্মরণাতীত কাল থেকে কাটিহারে বাংলা খবরের কাগজ আসছে। কোরোনা পরিস্থিতির জন্য গত এক বছর থেকে এটা বন্ধ আছে। 

আমাদের সংস্থার মুখ্য উদ্দেশ্য বাংলা ভাষার প্রচার ও প্রসার। খবরের কাগজ বাংলা ভাষা চর্চা  করার এক হাতিয়ার হিসেবে সাহায্য করে। 

কাটিহারে আনন্দবাজারের    dealer এর সাথে সংস্থার তরফ থেকে আবার কাগজ আনানোর জন্য অনুরোধ করা হয়েছিল। Dealer এর বক্তব্য যদি কম পক্ষে 100 জন মাসিক ক্রেতার তালিকা আমরা দিতে পারি তবেই সে এ ব্যাপারে আনন্দবাজারের সাথে কথা বলবে। 

সংস্থার তরফ থেকে সকল সদস্যের কাছে অনুরোধ সবাই এগিয়ে আসুন এবং আনন্দবাজারের মাসিক ক্রেতা হউন। 

ইচ্ছুক ক্রেতারা নিজেদের নাম, পাড়া/এলাকা ও মোবাইল নম্বর এই গ্রুপে দিন এবং প্রতিবেশী/পরিচিতদেরও অনুরোধ করুন। আপনার প্রতিবেশী ও পরিচিতরা যদি আমাদের সংস্থার Whattsapp গ্রুপের সদস্য হিসেবে না থেকে থাকেন তবে তাকে যোগদান করান বা আপনি তার নাম ঠিকানা লিখে পাঠান। 

ব্যক্তিগতভাবে মনোজ দত্ত (লাল্টু) র সাথে মোবাইল নম্বর 6201732445 এ যোগাযোগ করা যেতে পারে। 

                   নিবেদক

     বিহার বাঙালি সমিতি             

             কাটিহার শাখা

কাটিহার শাখার পক্ষ থেকে এই গ্রুপে "একটি আবেদন" পড়লাম। 

এই উদ্যোগকে অনেক সদস্য স্বাগত জানিয়েছেন ও এই উদ্যোগকে সাফল্যমন্ডিত করতে সক্রিয় হয়েছেন। সকলকে কেন্দ্রীয় সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

সমিতির মুখপত্র "সঞ্চিতা" যা আগস্ট ২০২০ পর্যন্ত সফ্টকপি ই-মেইল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করা হয়েছিল। তারপর আর কম্পোজ করা হচ্ছে না। ইংরেজি ভাষায় প্রকাশিত পত্রিকা "বিহার হেরাল্ড" নিয়মিত সফ্টকপি পাঠানো হয়।

সমিতির এই দুটো সংবাদ মাধ্যম নিয়ে আপনাদের মতামত ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে অনুরোধ জানাই।

সমিতির ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত  মাত্র ৩৫৯জন সাবস্ক্রাইবার হয়েছেন। সমিতির বিভিন্ন শাখার হোয়াইটওয়াপ গ্রুপ ২০টা। যার সদস্য সংখ্যা ১০০০এর বেশি। সমিতির ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেবলমাত্র ই-মেইল থাকতে হবে। এতে কোন টাকা লাগে না। ১০০০জন সাবস্ক্রাইবার হলে তাহলে ইউটিউব চ্যানেল সমিতিকে কিছু টাকা দেবে। এ বিষয়ে সদস্যদের অনীহা কেন? আজ পর্যন্ত বুঝতে পারলাম না। জানিয়ে বাধিত করতে অনুরোধ জানাই।

সকল শাখাকে বারবার আবেদন জানিয়েছি, মে কোন অনুষ্ঠান করলে তার ভিডিও বানিয়ে পাঠাতে। এ বিষয়েও সহযোগিতা পাচ্ছি না। কি করব বা কি করা উচিৎ, তা ভেবে দেখতে আপনাদের কড়জোড়ে অনুরোধ জানাই।


বিনীত

সুনির্মল দাশ


৯৪৩০২৯৭৫১৪

আনন্দ বাজার পএিকা পাঠ করা মানে বাঙালি বা বাঙালিওনা নয়, যদি কেউ.... বা কোনো (Association, trust, organization) সফল ভেবে নিজের কাজ করে, তা হলে..... আজ এই দিন আমাদের দেখতে হোত না।


94300 39479: আজ বাঙালীর এই হালের জন্য শুধু কোন সংস্থাকে দোষ দিয়ে লাভ নাই। দোষী আমরা। দোষী আমাদের পলায়ন মনোবৃত্তি। আমরা কখনই দলবদ্ধ ভাবে বাঁচতে চাইনা। দলীয় স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ আমরা বিসর্জন দিতে পারি না। একের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারিনা। আজ আমরা রামকৃষ্ণ মিশনের বাঙলা মাধ্যমে শিক্ষার সুবিধা হারিয়ে ফেলেছি তার জন্য আমরা অবিভাবকরাই দায়ী। বিহার সরকারী স্কুলগুলোতেও আগে বাংলা ছিল আজ নেই কারন আমরা চাইনি আমাদের ছোটরা বাংলা পড়ুক। শুধুমাত্র রবীন্দ্র জয়ন্তী আর নববর্ষে দুটো নাচ গান আর মিষ্টি বিতরন দিয়ে বাঙালির কল্যাণ সম্ভব নয়। আজ পশ্চিমবঙ্গ, যেখানে আমরা সংখ্যাগুরু সেখানেও বাংলা ভাষার কোন কদর নেই আমাদের সাহেবী মানসিকতার জন্য। আজ এই আনন্দবাজার পত্রিকা নিয়ে যে প্রয়াস শুরু হয়েছে তা শুধুমাত্র এই জন্য সমর্থন যোগ্য যে বাড়িতে বাংলা পত্রিকা আসলে বাড়িতে যে সাহেবজাদী বা সাহেবজাদারা উত্সাহিত হয়ে একটু বাংলা পাঠ শুরু করলেই বঙ্গ ভান্ডারে যে বিবিধ রতন আছে তার সন্ধান তারা পাবে। তখন তারা হয়তো নিজেরাই বাংলা বই পড়তে সচেষ্ট হবে।

আগে যখন বাংলা মিডিয়ামে পড়াশোনা চলত তখন এইভাবেই বাংলা পত্রিকার সাথে ইংরেজি পেপার বাড়ীতে  রাখা হত ইংরেজি ভাল শেখার জন্য।

No comments:

Post a Comment

বর্ণপরিচয়