ঝাড়খন্ড রাজ্যে ১১ টি জেলায় বাংলা মাতৃভাষী মানুষ বৃহত্তম সংখ্যায় বসবাস করেন,পূর্ববর্তী সময়ে শহর-গ্রামে পঠন-পাঠন বাংলা বিদ্যালয় ,কলেজ গুলিতেই হতো কিন্তু অজানা শক্তির প্রচেষ্টায় আজ বাংলা ভাষা শিক্ষা সহ সরকারি অফিসে , রেল স্টেশন সহ গুরুত্বপূর্ণ জায়গায় ফলক গুলোও লুপ্ত হয়ে যাচ্ছে।রাজ্যের সংখ্যালঘু আয়োগে সভাপতি-সহসভাপতি পদ বিগত বহু বছর ধরে বঙ্গ সমাজের থেকে বঞ্চিত আছে।
আজ ১৯ শে মার্চ,শুক্রবার,২০২১ বাংলা ভাষা শিক্ষা পুনঃরায় শুরু করা ও অধিকার প্রাপ্তির জন্য গঠিত সংযুক্ত মঞ্চ " ঝাড়খন্ড বাংলা ভাষা সংরক্ষণ সমিতি " র পক্ষ থেকে ঝাড়খন্ড বিধানসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত সোরেন সহ সম্মানীয় বিধায়ক শ্রী সঞ্জীব সর্দার (পোটকা),শ্রী মঙ্গল কালিন্দী (বিধায়ক,জুগসালাই),শ্রী সমির মহান্তি (বিধায়ক,বহরাগোরা),শ্রী সর্যু রায় (বিধায়ক,জামশেদপুর পূর্ব) ,শ্রীমতি সবিতা মাহাতো (বিধায়ক,ইচাগর) সহ একাধিক সম্মানীয় বিধায়কদের দাবি পত্র তুলে দেওয়া হয় এবং বঙ্গ সমাজের সকলের প্রিয় ও বিস্বাসস্থল শ্রী সুপ্রিয় ভট্টাচার্য মহাশয়ের সাথে সাক্ষাৎ করে অত্যন্ত প্রয়োজনীয় আলোচনা করা হয়।
মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত সোরেন মহাশয় আশ্বাস দিয়েছেন দাবি গুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করে ইতিবাচক নেবেন।
No comments:
Post a Comment