বাঙালির স্বাজাত্যবোধ : প্রসেনজিৎ দত্ত

 বাঙালির স্বাজাত্যবোধ

********

         প্রসেনজিৎ দত্ত

নতুন বছর বয়ে আনত

শোভাযাত্রা, বৈশাখী কত মেলা !

নতুন বছর বয়ে আনত

পাড়ার দোকানে হালখাতাগুলি খোলা।


নতুন বছর বয়ে আনত

শুভেচ্ছামাখা পোস্ট-অফিসের খাম,

নতুন বছর বয়ে আনত

মিষ্টিমুখ আর গুরুজনদের প্রণাম ।


হৃদয়েতে ঠাসা নব নব খুশি,

কতই রং-বেরং,

ছুঁড়ে ফেলে দিই এই নৈরাজ্য

গ্লানি- ময়লার জং।


নববর্ষে বাঙালির বুকে

নহবৎ বেজে ওঠে,

অনেক কিছুই হারিয়েও বাঙালি

স্বাজাত্যবোধে বেঁচে থাকে।


ঐতিহ্যের ধারক বাহক

বাঙালির জাতিসত্তা,

আগামী প্রজন্ম বয়ে নিয়ে যাক

উৎসবের সারবত্তা ।


জীবনের যত গহন তমসা

ধুয়ে মুছে হোক দূরীভূত,

বাঙালি আবার আগের মতই

চিন্তনে হোক বিশ্বায়িত।

No comments:

Post a Comment

বর্ণপরিচয়