শুভ নববর্ষ ১৪২৮ : অ ঙ্ক ন রা য়

 শুভ নববর্ষ  ১৪২৮

অ ঙ্ক ন  রা য়


দিনটা অন্য দিনের মতই,

গাছে গাছে কত ফুল ফোটাফুটি দেখি।

আকাশে আকাশে এখনও নীলের

মাঝেসাঝে কিছু কবিতার লেখালেখি। 

তবু শুভ নববর্ষ বলতে

মনটা কেন যে বাধো বাধো ঠেকে আজ!

মানুষের বড় দুঃসহ দিন,

মনে হাহাকার, হাতে নেই কিছু কাজ।


সকলের নেই, এমনটা নয়,

তবু ঠকে যাওয়া মানুষই যে আজ বেশি।

বোকা হাভাতের দল ছুটে যায়

দেখতে নাটক, রাজাদের রেশারেশি।

এর মাঝে বাসা বেঁধেছে দীর্ঘ 

সময়ের তালে তালে মারণের রোগ।

তবু শুভ নববর্ষই বলি

মরিয়া হয়েও, থাক যত দুর্ভোগ!


দিনটা অন্য দিনের মতই,

শুধু নেই কোনও 'মহামানবের' ডাক!

দিকে দিকে যেন শঙ্খ বাজে না,

অভাগা বাঙলা এ ভাবেই পড়ে থাক।

নষ্ট সময় কাটবে যে কবে,

কবে মানুষের হৃদয়ে ফুটবে হর্ষ!

সেই দিন আর জোর করে নয়,

স্বতঃস্ফূর্ত হবে শুভ নববর্ষ।। 


--------------

ব্যারাকপুর, ১লা বৈশাখ, ১৪২৮

1 comment:

  1. খুব ভালো।সমসাময়িক ঘটনাচক্রের সঙ্গে জড়িত।

    ReplyDelete

বর্ণপরিচয়