" বিদ্যাসাগরের জীবন ও অবদান" লেখক - শ্রী শক্তি মণ্ডল

 সবাই জানেন যে আজকের দিনে মুক্তচিন্তার পথিকৃৎ বিদ্যাসাগর সম্পর্কে চর্চা করা কত জরুরি। আমরা তাই বেশ কয়েক বছর ধরে নিরন্তর বিদ্যাসাগর সম্পর্কে লেখা, আলোচনা সভা, অনুষ্ঠান ইত্যাদি করে চলেছি। কিন্তু আমরা সব সময় একটি গুরুতর সমস্যার মুখোমুখি হয়েছি। সেটি হল একেবারে সাধারণ মানুষ ও শিশু- কিশোরদের জন্য সহজ সরল করে লেখা, নির্ভরযোগ্য বিদ্যাসাগরের জীবনীর একান্ত অভাব। আনন্দের যে এই অভাবের কথা মনে রেখেই শক্তি মণ্ডল লিখেছেন," বিদ্যাসাগরের জীবন ও অবদান"। আগামী ১২ এপ্রিল সোমবার এটি প্রকাশিত হবে কলেজ স্ট্রিটের 'মনীষা গ্রন্থালয়'-এ। মুদ্রিত দাম ৫০ টাকা। তবে ৫ কপি বা তার বেশি নিলে আমাদের সমিতির কাছে এর প্রতি কপি ৩৫ টাকা দামে পাওয়া যাবে।



যাদের বিদ্যাসাগর সম্পর্কে তেমন কিছু জানা নেই, তেমন নরনারী ও শিশু-কিশোরদের কাছে এই পুস্তিকাটি ব্যাপকভাবে পৌঁছে দেবার বিপুল উদ্যোগ গ্রহণ করুন।।

বিশ্বজিৎ ভট্টাচার্য

সহ-সাধারণ সম্পাদক,

সত্যেন মৈত্র জনশিক্ষা সমিতি

১১.০৪.২০২১


No comments:

Post a Comment

বর্ণপরিচয়