(কেন্দ্রীয় ও রাজ্য সরকার) কার্যালয়ের সাইনবোর্ডে বাংলা সংযুক্তকরণ

 আনন্দ সংবাদ আনন্দ সংবাদ

গত কয়েক বছরে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখার ধারাবাহিক প্রচেষ্টায় শিলিগুড়ি ও আশেপাশের এলাকায় স্থিত নিম্ন লিখিত কার্যালয়ে (কেন্দ্রীয় ও রাজ্য সরকার) সাইনবোর্ডে বাংলা সংযুক্ত করাতে পেরেছি:-

১.বাগডোগরা বিমান বন্দর ( আংশিক)

২. খন্ড উন্নয়ন আধিকারিক(বিডিও) মাটিগাড়া,(শিবমন্দির)

৩. সেরিকালচার দফতর, শিবমন্দির।

৪. ইন্ডিয়ান অয়েল,মাটিগাড়া

৫.উঃব:বিঙাণকেন্দ্র,মাটিগাড়া

৬. সিপি ডব্লিউ বি,মাটিগাড়া

৭.ওরিয়েন্টাল ইনসিওরেনস,হিল কার্ট রোড

৮. ন্যাশনাল ইনসিওরেনস,"

৯.ক্ষেত্রীয় লেখা কার্যালয়, সেবক রোড।

১০.রক্ষা সম্পদ কার্যালয়,সেবক রোড।

১১/১২.সিপিডব্লিউডি (সিভিল/ইলেকট্রিক্যাল), শিলিগুড়ি

১৩/১৪.ডেপুটি চিপ ইন্জিনিয়ার

(কনস্ট্রাকশন/ইলেকট্রিক্যাল) এনজেপি ( রেল)

১৫.জীবন বীমা নিগম, সেবক রোড।

১৬.ড্রীমল্যান্ডপার্ক, শিলিগুড়ি

       মোটামুটিভাবে এই কয়টি কার্যালয়/প্রতিষ্ঠান/সংস্থার সাইনবোর্ডে বাংলা সংযুক্ত করিয়েছি আমরা, আরও কয়েকটি বিভাগে যেমন:

জাতীয় লেবার কমিশন। এডিজি জিসটি। পি ডব্লিউ ডি 

পি ইউ (জাতীয় সড়ক), ডিজি এম, বিএস এন এল/ মাইক্রোওয়েভ।সেইল,হিলকার্ট রোড ইত্যাদি

কার্যালয়ে এখনও বাংলা যুক্ত হয়নি সাইনবোর্ডে। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির নজরদারি আছে ।

লেগে থাকলে যে হয় আমাদের সাফল্য তাই বলে। সমিতির আরও আরও শাখা এগিয়ে আসুক এই বিষয়ে বিশেষ করে।

ধন্যবাদ সহ, 

সজল কুমার গুহ, সম্পাদক শিলিগুড়ি শাখা।


1 comment:

বর্ণপরিচয়