বাংলা ভাষার ধ্রুপদী সম্মান

ধ্রুপদী সন্মানের পেতে হলে সেই ভাষা প্রাচীন সমৃদ্ধ হতে হবে এবং ধারাবাহিকতা বহমান থাকবে। ধ্রুপদী সন্মান পেলে সেই ভাষার জন্য কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয়ে"চেয়ার" সৃষ্টি হবে, গবেষণা হবে পুরস্কার থাকবে মোটকথা সেই ভাষা অন্যান্য ভাষার চেয়ে সবদিক থেকে এগিয়ে থাকবে। ভাষা প্রেমীদের অবগতির জন্য জানাচ্ছি যে আগষ্ট ২০২০ থেকে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির তরফে বাংলা ভাষার জন্য ধ্রুপদী সন্মান আদায়ের বিষয়ে বিভিন্ন প্রান্তের নেতা মন্ত্রী বিশিষ্টজন শিক্ষাবিদ গবেষক ভাষা সংস্কৃতি প্রেমী ভাষা সংগঠন,প্রতিষ্ঠান ইত্যাদিকে রেজিস্ট্রারডচিঠি পাঠাই নানা তথ্য সমৃদ্ধ কাগজ পত্র দিয়ে। দুর্ভাগ্য দুই তিন জন ছাড়া সেই অর্থে কারো থেকে মতামত পরামর্শ আদি পাইনি আজো।

আসল কথা,নিয়ম হচ্ছে  রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে তথ্য সমৃদ্ধ দলিল যাতে বাংলা ভাষার প্রাচীনত্ব ঐতিহাসিক নিদর্শন লিপি মুদ্রা পুস্তক আদির তথ্যাদি সম্বলিত পুস্তিকা ভারত সরকারের সংস্কৃতি দফতরে পাঠাতে হয় ধ্রুপদী সন্মান অর্জনের জন্য যা আজ পর্যন্ত হয়নি এ রাজ্য থেকে। যাক্,কাদের কাদের পাঠিয়েছিলাম মূল্যবান চিঠি তার বিবরণ দিলাম:

১. সাংসদ অধীর চৌধুরী, যিনি প্রধানমন্ত্রী ও মূখ্যমন্ত্রী কে চিঠি দিয়েছিলেন।

২. সাংসদ বাবুল সুপ্রিয়।

৩.    " "     দেবশ্রী চৌধুরী।

৪.   " "      সৌগত রায়।

৫     "।  বিকাশ রঞ্জন ভট্টাচার্য (ইনি আমায় ফোনকরেছিলেন

৬. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ।    

৭.        "          শিক্ষামন্ত্রী।

৮.পশ্চিমবঙ্গবাংলাআকাডেমী

৯.       "        কবিতা   ""

১০. বঙ্গীয় সাহিত্য পরিষদ।

১১. জাতীয়    গ্রন্থাগার ।

১২. এশিয়াটিক সোসাইটি।

১৩. রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার।

১৪. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ, কর্নাটক।

১৫.তথ্য সংস্কৃতি দপ্তর, প:ব:

১৬.কলিকাতা বিশ্ব বিদ্যালয়।

১৭. উত্তরবঙ্গ   "

 ১৮. সাংসদ রাজু বিস্ট।

১৯. কবি শঙ্খ ঘোষ।

২০. পবিত্র সরকার, শিক্ষাবিদ

২১. ডঃ গৌরমোহন রায় (মতামত দিয়েছেন)

২২.বঙ্গরত্ন আনন্দ গোপাল ঘোষ (কথা হয়েছে)

২৩. ডঃ প্রকাশ অধিকারী। (পরামর্শ দিয়েছেন)

২৪.তথ্যসংস্কৃতিদপ্তর, নয়াদিল্লি

 প্রমুখদের জানিয়েছি, কোনো কোনো ক্ষেত্রে দুবার চিঠি দিয়েছি,ফোন কথা বলেছি, ব্যক্তিগত ভাবে দেখা করেছি।

মোটকথা, আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি ধারাবাহিক ভাবে নজরদারি রাখছে পরিস্থিতির উপর।

সময়ে সময়ে ধ্রুপদী ভাষার উপর লেখা আদি আরো আরো মানুষকে জানাই যাতে ভুল ভ্রান্তি দূর করে আসল সত্যটা জানে, শুধু শুধু মূল বিষয় এড়িয়ে গিয়ে অন্যকে দোষারোপ না করে নিজের দায়িত্ব সচেতন হওয়া দরকার।

ধন্যবাদ সহ 

সজল কুমার গুহ 

সহ সচিব,আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি, নয়াদিল্লি মুখ্যালয় ও সম্পাদক শিলিগুড়ি শাখা।

No comments:

Post a Comment

বর্ণপরিচয়