নীল পূজা ও গাজন- চড়ক উৎসব পালিত

 

বাংলা পঞ্জিকা মতে মঙ্গলবার রানিশ্বর এর শিব মন্দিরে নীল পূজা ও গাজন- চড়ক উৎসব পালিত হল ।রানিশ্বরনাথ মন্দিরে ৩০ শে চৈত্র তেলপুড়া গাজন মেলা আয়োজিত হয়। চার শত বছর থেকে এখানে সাড়ম্বরে পালিত হয় সাত দিনের গাজন মেলা। মঙ্গলবার ভোরবেলা মন্দির চত্বরে ভক্তেরা খালি পায়ে অগ্নি কুণ্ডে ফুলখেলা করে। মন্দির সমিতির উপদেষ্টা চঞ্চল পান্ডা জানিয়েছেন করোনা। সংক্রমণের ভয়াবহতা কে মাথায় রেখে এবার মেলার আয়োজন বন্ধ করা হয়েছে। সচিব চাঁদ রায় বলেছেন মন্দিরে কোভিড ১৯ এর গাইড লাইন কে মাথায় রেখে পূজা সম্পন্ন করা হয়।

রানিশ্বর নাথ মন্দির

রানিশ্বর নাথ মন্দিরে নিলপূজা ও চড়ক ,ভক্তের ভিড়



 

প্রতিবেদন - গৌতম চট্টোপাধ্যায়

1 comment:

বর্ণপরিচয়