১৪২৮ কে স্বাগতম

 বিদায় ১৪২৭। আমরা সুখ দু:খের অনেক স্মৃতির পথ পেরিয়ে এলাম।

১৪২৮ কে স্বাগতম।নতুন বছরের প্রথম দিন আজ।শুভ নববর্ষে আজকের বিশেষ দিনটিতে বিশেষ একটি চাওয়া।

আমাদের সকলের জন্যে, গোটা বিশ্বের জন্যে আগামী দিন যেন বয়ে আনে 

সুস্থতার বার্তা।বড় প্রয়োজন মানসিক শান্তির।

মঙ্গলময়ের কাছে আসুন সমবেত 

প্রার্থনা জানাই সকলের কল্যাণ কামনায়।

উচ্চারিত হোক শুভ নববর্ষে 

শাশ্বত মন্ত্র জগত কল্যাণের।

সর্বে ভবন্তু  সুখিন:।

সর্বে সন্তু নিরাময়া:।

সর্বে ভদ্রাণি পশ্যন্তু

মা কশ্চিৎ দু:খভাগ্ভবেৎ।।

হে ঈশ্বর

আমার সমস্ত মিত্র,বন্ধুবান্ধব সকলকে 

সপরিবারে সুখী রাখো।সকলকে সর্ব রোগ ভোগ থেকে মুক্তি দিও।

হে ঈশ্বর

আজকের দিনে এইটুকু প্রার্থনা জানাই

তোমার শ্রীচরণে।

ওঁ শান্তি শান্তি শান্তি।


অজয় সান্যাল

পূর্ণিয়া শাখা।

No comments:

Post a Comment

বর্ণপরিচয়