পয়লা বৈশাখ: ভারত সেবাশ্রম সংঘ দুমকা শাখার রানিশ্বরের আশ্রমে

ভারত সেবাশ্রম সংঘ দুমকা শাখার রানিশ্বরের আশ্রমে সাড়ম্বরে পালিত হল পয়লা বৈশাখ । বৃহস্পতিবার ১৪২৮ বঙ্গাব্দের পয়লা বৈশাখ আশ্রামে পূজা ও হোম যজ্ঞ করেন স্বামী নিত্যব্রতা নন্দ মহারাজ ও স্বামী অর্ণবা নন্দ মহারাজ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রম পরিচালন সমিতির সদস্য গৌতম চট্টোপাধ্যায়, চঞ্চল পান্ডা, প্রবোধ কুমার সেন, সুকদেব ঘোষ, রঞ্জনা ভট্টাচার্য, ডা. অশোক ভট্টাচার্য, নমিতা ঘোষ, পানমানি টুডু চাপামুনি মুর্মু, দোলনি হাঁসদা, পরমিতা সরকার, তুলুসি সেনগুপ্ত,সাধন ধীবর, দেবাশীষ রায়, জয়দেব দে, হারেন্দ্র মাঝি, অভিনন্দন মুর্মু, সুখমোহন হেমবর বোধ বোদরা, আশীষ সরেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । 






স্বামী নিত্যব্রতা নন্দ জানিয়েছেন আশ্রম প্রতিষ্ঠার সময় ২০০৬ সাল থেকে এখানে বাংলা নববর্ষ পালিত হয় । কেন্দ্র সরকারের ট্রাইবেল আপলিফট পরিকল্পায় এখানে আবাসিক বিদ্যালয় ও হসপিটাল চালিত হয় । সাঁওতাল সমাজের প্রথাগত পার্বন গুলির তিথি নির্ধারিত হয় বাংলা পঞ্জিকা মতে, চাষের কাজের প্রস্তুতি হয় বাংলা নব বর্ষের দিন । পরিচালন সমিতির সদস্য ও বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতির সদস্য গৌতম বাবু বলেছেন দেশের ১৮ টি রাজ্যে বৈশাখ মাসে শুরু হয় নব বর্ষ ।বাংলা পঞ্জিকা মতে পয়লা বৈশাখ শুরু হয় বঙ্গাব্দ । এখানে বঙ্গাব্দ ,খ্রিস্টাব্দ ,  বিক্রম সম্বত, হিজরী সব নিয়ম ও প্রথা মান্য ।পাঞ্জাবে পালিত হয় বৈশাখী, আসমে বিহু, কেরল রাজ্যে বিশু মহারাষ্ট্রে গুডিপডবা ,বিক্রম সম্বতে চৈত্র মাসে শুরু হয় নব বর্ষ । নানা ভাষা, নানা মত, নানা পরিধান এই মিলনের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রে নব বর্ষ কে নিয়ে রাজনীতি বন্ধ হোক ।

প্রতিবেদন - গৌতম চট্টোপাধ্য়ায়

1 comment:

  1. তথ সমৃদ্ধ লেখা পোষ্ট করার জন্য ধন্যবাদ। শ্রী বৃদ্ধি কামনা করি।

    ReplyDelete

বর্ণপরিচয়