বিহার বেঙ্গলী অ্যাসোসিয়েশন, মুঙ্গের শাখার তরফে অত্যন্ত দু:খের সাথে জানানো হচ্ছে যে মুঙ্গের শাখার প্রাক্তন উপ- সভাপতি শ্রদ্ধেয় জ্যোতি প্রকাশ পাল মহাশয় ( যিনি মহান শিল্পী, ভারতের রত্ন আচার্য নন্দলাল বসুর শ্যালক-পুত্র ) এবং হাবেলী - খড়গপুরের সদস্য, সন্জীব পাল মহাশয় গত ১০ই মে, ২০২১ পরলোকগমন করেছেন এবং মুঙ্গের তারাপুর উপশাখার মোহনগঞ্জের বরিষ্ঠ সদস্য, মাননীয় অনন্ত কুমার ঘোষ মহাশয় গত ১১ই মে ২০২১, পরলোকগমন করেছেন । আমরা সকল স্বর্গীয় আত্মার প্রতি দু:খ - সমবেদনা প্রকাশ করছি আর সকল সন্তপ্ত পরিবারের প্রতি এই সময় আন্তরিক সমবেদনা এবং সহযোগিতা প্রকাশ করি !!
আমরা ভগবানের কাছে মৃত আত্মার শান্তি কামনা করি ।
কেন্দ্রীয় শাখার Zone-2 র উপ সভাপতি শ্রী ফাল্গুণী মুখার্জ্জী ও কার্মিক সম্পাদক আশীষ কুমার কর্তৃক মিডিয়া সূত্রে পরিবেশন করা হল ।।
No comments:
Post a Comment