'লহ প্রণাম': কবি নজরুলের আজ ১২৩তম আবির্ভাব দিবস:

 'লহ প্রণাম'




আজ ২৫ মে, আজ, যিনি সেই বিরল অসামান্যদের একজন, যাঁদের ঠিক কোন বিশেষ ছাপা চেহারায় চেনা যায় না, যিনি অসাম্প্রদায়িক হয়েও ছিলেন ধার্মিক আর চিরন্তন সত্যের ওপর প্রতিষ্ঠিত সত্য ধর্মে ছিলেন আস্থাবান, রবীন্দ্র - পরিমন্ডলে বড় হয়েও, রবীন্দ্র - অনুরাগী হয়েও, ছিলেন একজন ভিন্ ধর্মী - ভিন্ গোত্রের কবি -- আবার সমকালীন কবি কুলের আবেদন যেখানে প্রধানতঃ মস্তিষ্কে, সেখানে যাঁর আবেদন ছিল পাঠককুলের হৃদয়ে -- সেই বহুমাত্রিক মানবপ্রেমিক; জাতি - ধর্ম - বর্ণ ও স্থান - কাল - পাত্র নির্বিশেষে অসহায় মানবজাতির দুঃখ মোচনের জন্য চার পুত্রের অকাল মৃত্যুর পর জন্ম নেওয়া দুঃখু মিঞার; কবি নজরুলের আজ ১২৩তম  আবির্ভাব দিবস। এই উপলক্ষে তাঁকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি।

No comments:

Post a Comment

বর্ণপরিচয়