কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬০ তম জন্মবার্ষিকী: বিহার বাঙালি সমিতি বরারী শাখা

 বিহার বাঙালি সমিতি বরারী শাখার পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬০ তম জন্মবার্ষিকী অনুষ্ঠান আজ কভিড এর বিধি অনুসরণ করে  বিহার বাঙালি সমিতি বরারী শাখার প্রেসিডেন্ট এর বাসভবন ছোট্ট খঞ্জরপুর অবস্থিত সিনহা বাড়ীর প্রাঙ্গণে পালিত করা হয়। বিহার বাঙালি সমিতি  কেন্দ্রীীয় সমিতি যুগ্ম সচিব  শ্রী তাপস ঘোষের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এই উপলক্ষে উপস্থিত সকল সদস্য প্রতিমাতে প্রদীপ প্রজ্জ্বলন এবং মাল্যদান করে নিজেদের মতামত ব্যক্ত করেন।







 এই উপলক্ষে বরারী শাখার সভাপতি শ্রী তরুণ ঘোষ, রঙ মহোৎসব কমিটির আহ্বায়ক দীপক মন্ডল, শ্রী অশোক সরকার, সহ সম্পাদক শ্রী শান্তনু গাঙ্গুলি, সিনহা বাড়ীর শ্রী অমিত সিনহা, বিহার বাঙালি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শ্রী সুবোধ কুমার ভৌমিক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শ্রী তাপস ঘোষ, শ্রী ঘোষ গৌরব, তনুশ্রী ঘোষ উপস্থিত ছিলেন।বিহার বাঙালি সমিতি বরারী শাখার প্রেসিডেন্ট  শ্রী তরুন ঘোষ মহাশয় সমাজ এর সমস্ত লোকের কাছে অনুরোধ করেন যে তারা কোবিডের এর সমস্ত বিধি অনুসরণ করেন।

প্রতিবেদন - সুবোধ ভৌমিক

No comments:

Post a Comment

বর্ণপরিচয়