প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত।

 প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত।



পরিবার সূত্রে খবর, ২২ তারিখ কিডনির সমস্যা নিয়ে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 


দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।  সেই কারণেই ৭১ বছর বয়সের অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে খবর।


টানা ২৫ দিন সেখানে চিকিৎসারত ছিলেন তিনি। আজ বুধবার দুপুরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


 চলতি বছর ২২ মে ৭১-এ পা দিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। 


মঞ্চ দাপিয়ে বেড়ানো সেই কিংবদন্তির পথ চলা থমকে গেল বুধবার।


 চলে গেলেন সত্যজিৎ রায়ের ‘বিমলা’।


ভারতীয় থিয়েটারে অভিনয়ে তার অবদানের জন্য তিনি সংগীত নাটক অকাডেমি পুরস্কার পেয়েছেন।


১৯৭০-এর শুরুর দিকে ইলাহাবাদে এ. সি. বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনার অধীনে স্বাতীলেখা থিয়েটারে কাজ শুরু করেন।


 তিনি বি. ভি. কারাট, তাপস সেন ও খালেদ চৌধুরীর মতো লোকের উৎসাহও পেয়েছেন। 


১৯৭৮ সালে তিনি কলকাতায় চলে আসেন এবং নান্দীকর নাট্যদলে যোগদান করেন।


 নান্দীকরে রুদ্রপ্রসাদ সেনগুপ্তের নির্দেশনায় তিনি কাজ করতে থাকেন।


১৯৭৫ সালে সত্যজিৎ রায় নির্দেশিত ঘরে বাইরে ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে তিনি মুখ্য নারী চরিত্রে অভিনয় করেন। 


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসের উপর ভিত্তি করে ছবিটি বানানো হয়েছিল।

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. স্বাতীলেখাকে প্রথম দেখেছিলাম একাডেমীতে - 'শোয়াইক গেল যুদ্ধে' নাটকে। সে স্মৃতি অম্লান।

    ReplyDelete

বর্ণপরিচয়