সরকারী দরকারী সব
কাজে বাংলা ভাষা চালু করার আবেদন
মাননীয় মুখ্যমন্ত্রী,
পশ্চিমবঙ্গ সরকার
শ্রদ্ধেয় মহাশয়া,
আপনার প্রতি যথাযথ
শ্রদ্ধা জানিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই।
কিছুদিন ধরে দেখছি
আপনি নিয়মিত করোনা - সংক্রান্ত যে সাংবাদিক সম্মেলন করছেন, সেখানে
আপনার বসার আসনের ঠিক পেছনের দেওয়ালে ইংরেজিতে লেখা থাকছে, LET US FIGHT CORONA UNITEDLY. আমার
প্রশ্ন, এই লেখা কেন ইংরেজিতে হবে? আপনি
বাংলার মুখ্যমন্ত্রী। এখানে ৮০ শতাংশের বেশি মানুষ বাংলায় কথা বলেন। আপনিও বলেন 'আমি বাংলাকে ভালোবাসি', ধ্বনি দেন, 'জয় বাংলা'।
তাহলে কেন আপনি বাংলা ভাষাকে সম্মান দেবেন না? কেন
বাংলা ভাষার মর্যাদা পুনরুদ্ধারের জন্য উদ্যেগী হবেন না? আর
এরাজ্যের কত সংখ্যক মানুষ ইংরেজি জানেন? তাই এখানে ইংরেজির
বদলে বাংলায়
'আসুন, আমরা করোনার বিরুদ্ধে একসাথে
যুদ্ধ করি' - এই লেখাটি দিতে অনুরোধ করছি।
এই
প্রসঙ্গে আপনাকে মনে করিয়ে দিতে চাই যে, আপনি দু
বছর আগে ২০১৭ সালের ১২ মে ঘোষণা করেছিলেন যে এরাজ্যে
সরকারি, বেসরকারি সব স্কুলে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত
একটি বিষয় হিসাবে বাংলা ভাষা শেখানো আবশ্যিক করা হল। কিন্তু বাস্তবে তা হয়নি।
এবিষয়ে সরকারি নির্দেশ জারি করার এবং বিধানসভায় এবিষয়ে আইন প্রণয়ন করার জন্য
আপনার কাছে অনুরোধ জানাচ্ছি।
এছাড়া
কবিগুরুর জন্মশতবর্ষে ১৯৬১ সালে রাজ্য বিধানসভায় প্রণীত আইন অনুসারে রাজ্যের
সমস্ত প্রশাসনিক ও পরিষেবাগত কাজে বাংলা ভাষার ব্যবহার আবশ্যিক করা হয়েছিল। এই
আইনকে কার্যকর করার জন্যও আপনাকে যথাযথ উদ্যোগ নেবার জন্য একান্তভাবে আবেদন
জানাচ্ছি।
বিনীত-
শক্তি মণ্ডল
২/১৪ চিনারপার্ক
কলকাতা - ১৫৭
২.৭.২০
No comments:
Post a Comment