কুমকুম সেন: ইউ পি এস সি'তে সাফল্যতার জন্য অভিনন্দন

পাকুড়ের ব্যাঙ্ক কলোনির দীপক সেন মহাশয়ের মেয়ে কুমকুম সেন ইউ পি এস সি র ২০১৯ এর পরীক্ষায় সাফল্য লাভ করেছেন। তার এই সাফল্যের জন্য পাকুড়ের বাঙালি সমিতির সদস্য সোমনাথ, মানিক দেব, বিশিষ্ঠ আইনজীবী নিরঞ্জন ঘোষ, ব্যাকুল সাধু কুমকুমকে অভিনন্দন জানিয়েছেন। কুমকুমের বাবা দীপক বাবু একজন অবসর প্রাপ্ত ব্যাঙ্ক আধিকারিক ও বঙ্গ সমাজের ভাষা সংস্কৃতির উন্নয়নের একনিষ্ঠ কর্মী। বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি ঝাড়খন্ডের পক্ষ থেকে কুমকুম সেন’কে তার সাফল্যতায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে।

প্রতিবেদক - গৌতম চট্টোপাধ্যায় দুমকা।

এই সুসংবাদ জানানোর জন্য গৌতমবাবু'কে বিহার বাঙালি সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। 

বিহার বাঙালি সমিতির পক্ষ থেকে আমরা একজন গর্বিত পিতা শ্রী দীপক সেন মহাশয়কে ও তাঁর সুযোগ্য কন্যাকেও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। 

No comments:

Post a Comment

বর্ণপরিচয়