স্মরণ সভা: পূর্ব রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

স্মরণ সভা: পূর্ব রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

দেওঘরের রাজনারায়ণ বসু গ্রন্থাগারে বৃহস্পতিবার (৩.৯.২০) সন্ধ্যায় পূর্ব রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জি কে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। গ্রন্থাগারের সভাপতি ডা. এন. সি. গান্ধী, সচিব পার্থ মুখার্জি, মিহির দাস, চারু চন্দ্র ব্যানার্জি, সুভাষ চন্দ্র চৌধুরী, বিকাশ মিত্র, অজিত ব্যানার্জি, মৌসুমী মুখার্জি, শঙ্কর সরকার, নন্দন চ্যাটার্জি, সুদীপ্ত সরকার, শম্ভু যাদব উপস্থিত ছিলেন। ডা. গান্ধী বলেছেন প্রণব বাবু ভারত বর্ষের রাজনীতির চাণক্য ছিলেন। উনি দীর্ঘ দিন নিখিল ভারত বঙ্গীয় সাহিত্য সম্মেলনে কর্ণধার ছিলেন। সাঁতাল পরগনা বিভাগের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল। ২০১৩ সালে দুমকা ও দেওঘরের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন। রাজধানী রাঁচিতে তৎকালীন মুখ্যমন্ত্রী রাঘুবর দাস এর অনুরোধে রবীন্দ্র ভবনের ভিত্তি প্রস্থ রাখেন।

প্রতিবেদক - গৌতম চট্টোপাধ্যায়, দুমকা ।


No comments:

Post a Comment

বর্ণপরিচয়