স্মরণ সভা: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়: বরারী শাখা

 

স্মরণ সভা: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়



৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকেল ৫:৩০ টায় বিহার বাঙালি সমিতি বরারী শাখা দ্বারা পরিচালিত নিঃশুল্ক বিদ্যালয় প্রাঙ্গণে সমিতির পদকর্তারা, স্থানীয় লোকজন এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে আমাদের শ্রদ্ধেয় প্রয়াত রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় এর স্মরণ সভা ভারত সরকারের এর কোভিড এর দিশা নির্দেশ মেনে আয়োজিত করা হয়। এই সভাতে স্বর্গীয় রাষ্ট্রপতির চিত্রের ওপর দীপ প্রজ্জ্বলন করে মাল্য অর্পণ করা হয়। সমিতির পক্ষ থেকে প্রত্যেক সদস্য এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পুষ্প অর্পণ করে। তাঁর স্মরণে দুই মিনিট মৌনতা পালন করা হয়। সভাতে উপস্থিত পদকর্তারা তাঁর স্মরণে নিজ নিজ বক্তব্য রাখেন। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা দেশ ভক্তি গান গায়। প্রণব মুখোপাধ্যায় মহাশয়ের ভারতীয় রাজনীতিতে অবদান অতুলনীয় এবং অকল্পনীয়। এই সভাতে বিহার বাঙালি সমিতির কেন্দ্রীয় কমিটির শ্রী তাপস ঘোষ এবং শ্রী সুবোধ কুমার ভৌমিক উপস্থিত ছিলেন। বরারী শাখার প্রেসিডেন্ট শ্রী তরুণ ঘোষ, কোষাধক্ষ্য শ্রী অসীম পাল, সম্পাদক শ্রী দুলাল সরকার, কনভেনার শ্রী অশোক সরকার, শান্তনু গঙ্গুলি, ডা. সমরেন্দ্র নাথ ভৌমিক, ভগবান রাজবংশী, শ্রীমতি কবিতা রাজবংশী এবং অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 প্রতিবেদন -  সুবোধ কুমার ভৌমিক, ভাইস প্রেসিডেন্ট, জোন - ২

 


No comments:

Post a Comment

বর্ণপরিচয়