প্রয়াত কমরেড এ. কে. রায়: জাতীয় সম্মানে সম্মানিত করার দাবি
বঙ্গবন্ধু নামক সংগঠনের পক্ষ থেকে শুক্রবার
জামশেদপুর এর ডেপুটি কমিশনার এর মাধ্যমে রাষ্ট্রপতি’কে স্মারকলিপি দিয়ে ঝাড়খন্ডের
রূপকার প্রয়াত কমরেড এ কে রায়’কে জাতীয় সম্মানে সম্মানিত করার দাবি করেছে। কমরেড
রায় তিন বার এম. এল. এ. ও তিন বার এম. পী. ধানবাদ থেকে নির্বাচিত হন। কয়লা অঞ্চলের
কল্যাণ মুলক কাজ করেন। দেশের এক মাত্র নির্বাচিত প্রতিনিধি পেনশন নেওয়ার বিরোধী
ছিলেন ও উনি কোন দিন পেনশন নেননি। আলাদা রাজ্য গঠনের আন্দোলন করেন জন মুক্তি
মোর্চার মাধ্যমে। আগস্ট ২০১৯ এ বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মুখ্যমন্ত্রী রাঘুবর দাস মহাশয় বাম চিন্তাধারার
নেতা কমরেড রায় এর রাষ্ট্রীয় মর্যাদায় অন্তেষ্টি করান। মার্ক্স বাদী সমন্বয় সমিতির
প্রতিষ্ঠাতা কম. রায় একজন বিশিষ্ঠ মজদুর নেতা ছিলেন। শুক্রবার ডি সি র সঙ্গে দেখা
করেন বঙ্গ বন্ধুর প্রতিনিধি অভিজিৎ সরকার, বিনোদ দে, প্রদীপ প্রামানিক,
স্বৰূপ ব্যানার্জি ,পথিক সেন, বাপ্পাদিত্য পাল, অনন্ত কুন্ডু, অমর্জিত ব্যানার্জি, প্রণব সরকার, উত্তান মুখার্জি, অনিত ভট্টাচার্য্য, সঞ্জীব আচার্য, নিতা সরকার, অপর্ণা
গুহ ও রাজেশ রায় ।
প্রতিবেদক - গৌতম চট্টোপাধ্যায়, দুমকা।
No comments:
Post a Comment