ফিরে দেখাছ : কর্মাটাড়ে

 

ফিরে দেখা

গতবছর পন্ডিত মহাশয়ের দ্বিশতজন্মদিনে তাঁর শেষ জীবনের (১৮৭৩-৯১) কর্মস্থল কর্মাটাড়ে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখার তরফে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পদক প্রাপ্ত শিক্ষারত্ন প্রহ্লাদ বিশ্বাস, অনিল সাহা ও আমি। প্রকাশিত হয় সমিতির একটি ছোট্ট ক্রোড়পত্র ও উত্তরের প্রয়াস সাহিত্য পত্রিকার বিশেষ বিদ্যাসাগর সংখ্যা।


বিভিন্ন প্রান্ত থেকে বহু বিদ্যাসাগর অনুরাগীর সমাগম ঘটে। এক দারুণ অনুভূতি অনুভব করি। মনে হয়েছিল যেন পন্ডিত মহাশয় আজো বিরাজমান সেখানে।

তাঁর ব্যবহৃত খাট, বাড়ী, কুয়া সেই গাছ।

প্রতিবেদন – সজল গুহ

No comments:

Post a Comment

বর্ণপরিচয়